Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

রাজধানীতে পৃথক ঘটনায় প্রাণ গেল দুইজনের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২১, ১২:০৩ এএম

রাজধানীতে পৃথক ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই ব্যক্তি। তাদের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় নির্মাণাধীন তিনতলা ভবন থেকে পড়ে মামুন (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। মামুন দিনাজপুরের চিরিরবন্দর থানার মোহনপুর গ্রামের মাজেদুল ইসলামের ছেলে।

ওই নির্মাণাধীন ভবনের ঠিকাদার ইকবাল হোসেন জানান, ভবনটির তিনতালায় বাইরে মাচান বেঁধে কাজ করার সময় মাথা ঘুরে নিচে পড়ে যান মামুন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে বিকেল পাঁচটার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে গতকাল দুপুরে খিলগাঁওয়ে সাততলা নির্মাণাধীন ভবন থেকে পড়ে মতিউর রহমান (৪৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত মতিউর রহমান গাইবান্ধা জেলার সাঘাটা থানার বগমানপুর গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে। তিনি দক্ষিণ বনশ্রীতে নির্মাণাধীন ওই ভবনে থাকতেন।

খিলগাঁও থানার এসআই মো. ফেরদাউস জানান, দক্ষিণ বনশ্রীতে নির্মাণাধীন একটি সাততলা ভবনের ছাদে রডের কাজ করার সময় অসাবধানতাবশত উপর থেকে নিচে পড়ে যান মতিউর। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, লাশ দুটি মর্গে রাখা হয়েছে। আজ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রাণ গেল দুইজনের

২৮ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ