মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফ্রান্সের সাবেক মন্ত্রী ও আডিডাসের সাবেক মালিক বের্নার তাপি ও তার স্ত্রীকে বেঁধে প্যারিসের উপকণ্ঠে তাদের বাড়িতে ডাকাতি করেছে এক দল দুষ্কৃতী। এ সময় তাদের দু’জনকে মারধরও করা হয়।
জানা গেছে, রোববার মধ্যরাতে তাপির বাসভবনের দরজা ভেঙে ঢুকে পড়েছিল চার জন ডাকাতের একটি দল। সেই সময়ে ওই দম্পতি গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। ঘরে ঢুকেই তাপি ও তার স্ত্রীকে মারধর শুরু করে ডাকাতেরা। এক সময়ে তাদের বেঁধে ফেলে। এর পর লুটপাট শুরু হয়ে যায়। ডাকাতেরা চলে গেলে বের্নারের স্ত্রী দোমিনিক তার বাঁধন খুলে ফেলতে সফল হন। পাশের বাড়িতে পৌঁছে ঘটনাটি জানান তিনি। পুলিশে খবর দেয়া হয়। ডাকাতদের মারে আঘাত লেগেছিল দোমিনিকের। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাপি হাসপাতালে যেতে রাজি হননি। ডাকাতেরা কী লুট করে নিয়ে গিয়েছে, তা-ও এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত চলছে। যদিও এখনও কারও গ্রেফতারির খবর নেই।
খুবই সাধারণ আর্থিক অবস্থা থেকে শুরু করে বিরাট ব্যবসার মালিক হন তাপি। ফ্রান্সের মন্ত্রীও হন। তবে এক সময়ে আর্থিক জালিয়াতির অভিযোগে বিদ্ধ হয়েছিলেন তিনি। সূত্র : স্কাই নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।