Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টিকা নিলেই মিলবে স্বর্ণালঙ্কার ও ব্লেন্ডার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২১, ১২:১৩ এএম

ভারতে করোনার সংক্রমণ হু হু করে বাড়ছে। কিন্তু করোনাকে রুখতে সচেতনতার মাত্রা বাড়ছে না। টিকা নিতেও আগ্রহী নন অনেকে। সাধারণ মানুষ যাতে টিকা নিতে আসেন, সেজন্য এক অভিনব উদ্যোগ নিয়েছেন গুজরাটের স্বর্ণকার সম্প্রদায়ের লোকেরা। গুজরাটের রাজকোটে করোনার টিকাকরণের জন্য একটি শিবির খোলার উদ্যোগ নেয়া হয়েছে। সেখানে যারা টিকা নিতে আসছেন, তাদের প্রত্যেককে কিছু না কিছু উপহার দেওয়া হচ্ছে। মহিলাদের দেওয়া হচ্ছে সোনার নাকছাবি, আবার পুরুষদের দেওয়া হচ্ছে হ্যান্ড ব্লেন্ডার। নয়া উদ্যোগের ফলে স্থানীয় মানুষের মধ্যে যে টিকা নেওয়ার প্রবণতা যে বেড়েছে, তা বলার অপেক্ষা রাখে না। গত ১ এপ্রিল থেকে ভারতজুড়ে ৪৫ বছরের বেশি বয়সিদের ভ্যাকসিন দেওয়ার পর্ব শুরু হয়েছে। শনিবার রাত আটটা পর্যন্ত পাওয়া রিপোর্ট অনুযায়ী, টিকা নেওয়ার জন্য নাম নথিভুক্ত করেছেন সাত কোটি ৪৪ লাখ ৪২ হাজার ২৪৭ জন। গত ১৬ জানুয়ারি থেকে দেশটিতে টিকা পর্ব শুরু হয়েছে। এতদিন আগে থেকে এই পর্ব শুরু হলেও টিকা নেওয়ার জন্য এখনও আশানুরূপ লোক না হওয়ায় চিন্তিত প্রশাসনিক মহল। ভারতে ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৯৩ হাজারের বেশি। গত বছর সেপ্টেম্বর মাসের পর এটাই সর্বোচ্চ সংক্রমণ। পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে করোনা আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। জিনিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টিকা

২৫ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ