Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

চট্টগ্রামে ফের চালু হচ্ছে ফিল্ড হাসপাতাল আইসোলেশন সেন্টার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২১, ৮:২৭ পিএম

সংক্রমণ এবং রোগীর সংখ্যা বাড়তে থাকায় করোনা আক্রান্তদের চিকিৎসায় ফিল্ড হাসপাতাল ও আইসোলেশন সেন্টার পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। সোমবার চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল, সিটি করপোরেশন আইসোলেশনে সেন্টার এবং হলিক্রিসেন্ট হাসপাতাল পরিদর্শন করেন।

ডা. হাসান শাহরিয়ার কবির জানান, ফিল্ড হাসপাতাল ও আইসোলেশন সেন্টারগুলো পুনরায় চালু করা যায় কিনা তা বিবেচনা করা হচ্ছে৷ করোনা পরিস্থিতির অবনতি হওয়ার আগেই প্রতিষ্ঠানগুলো প্রস্তুত রাখার চিন্তা রয়েছে।

চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের সিইও বিদ্যুৎ বড়ুয়া বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি হিসেবে ফিল্ড হাসপাতাল পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে। তবে স্বাস্থ্য বিভাগ ও নাভানা গ্রুপ এ বিষয়ে একমত হলে ফিল্ড হাসপাতাল চালু করা সম্ভব হবে বলে আশা করছি।

এদিকে সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী আগামী কাল ৫০ শয্যার আইসোলেশন সেন্টার উদ্ভাবন করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্রগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ