Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২১, ৭:৩৮ পিএম

বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের ২০২১-২৩ মেয়াদের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সৈয়দ মোহাম্মদ আরিফ (এমস ইন্টারন্যাশনাল লি.)। সৈয়দ ইকবাল আলী (ট্রান্সমেরিন লজিস্টিকস লি.) সিনিয়র ভাইস চেয়ারম্যান ও মো. রিয়াজ উদ্দিন খান (কসকল শিপিং লাইন্স লি.) ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সোমবার অ্যাসোসিয়েশনের সভাকক্ষে নির্বাচনী তফসীল অনুযায়ী নবনির্বাচিত পরিচালকদের সর্বসম্মত ভোটে সভাপতি ও সিনিয়র ভাইস চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

তার আগে রোববার হোটেল আগ্রাবাদের ইছামতি হলে উৎসবের আমেজে ভোটগ্রহণ হয়। প্রায় শতভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে অর্ডিনারি ক্যাটাগরি থেকে ১৬ জন এবং অ্যাসোসিয়েট ক্যাটাগরি থেকে ৮ জন পরিচালক নির্বাচিত হয়েছেন।অর্ডিনারি ক্যাটাগরি থেকে নির্বাচিত পরিচালকরা হলেন সৈয়দ মোহাম্মদ আরিফ (এমস ইন্টারন্যাশনাল লি.), সৈয়দ ইকবাল আলী (ট্রান্সমেরিন লজিস্টিকস লি.), ওসমান গনি চৌধুরী (ইউএস লাইনস ওভারসিস লি.), মো. শাহেদ ছরওয়ার (ক্রাউন নেভিগেশন কোম্পানি প্রা. লি.), মো. আজফার আলী (সারাফ শিপিং এজেন্সি), মামুনুর রশিদ (মানুমা শিপিং লাইনস লি.), এসএম মাহবুবুর রহমান (বিএস কার্গো এজেন্সিস লি.), আবু খালেদ মোহাম্মদ শাকিল আহসান (ওশান নেটওয়ার্ক এক্সপ্রেস বাংলাদেশ লি.), ক্যাপ্টেন সৈয়দ সোহেল হাসনাত (ফনিক্স শিপিং লি.), মোহাম্মদ আবদুল্লাহ জহির (পিআইএল বাংলাদেশ লি.), মো. সাজ্জাদুর রহমান (ইনেসক্যাপ শিপিং লাইনস লি.), মুনতাসির রুবাইয়াত (জিবিএক্স লজিস্টিকস লি.), মোহাম্মদ আসিফ ইফতেখার হোসাইন (ইভারেট বাংলাদেশ প্রা. লি.), মুহাম্মদ জিয়াউল কাদের (পেনিনসুলার শিপিং সার্ভিসেস লি.), তানজিল আহমেদ রুহুল্লাহ (ইন্টারপোর্ট মেরিটাইম লি.) এবং এসএম এনামুল হক (বেঙ্গল শিপিং লাইন্স লি.)।

অ্যাসোসিয়েট ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন ওয়াহিদ আলম (আল্ট্রা-মেরিটাইম সার্ভিসেস লি.), খায়রুল আলম সুজন (ইএএস লিমিটেড), মোহাম্মদ শফিকুল আলম জুয়েল (রেডিয়েন্ট শিপিং লি.), শামসুদ্দিন আহমেদ চৌধুরী মিনার (গ্যালাক্সি লাইন্স লি.), প্রবীর সিংহ (এলিট শিপিং লাইন্স), মো. রিয়াজ উদ্দিন খান (কসকল শিপিং লাইন্স লি.), মো. নজরুল ইসলাম (প্রাইড শিপিং লি.) এবং নাজমুল হক (এঅ্যান্ডজে ট্রেডার্স)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্রগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ