বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জ জেলায় ১২০ জনের শরীরে উপস্থিতি পাওয়া গেছে। তবে, আজও করোনাভাইরাসে সংক্রমিত হয়ে কারো মৃত্যুর খবর নেই। নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদনে সোমবার (৫ এপ্রিল) সকালে এ তথ্য প্রকাশ করা হয়।
সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে ১২০ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার তথ্য দিয়েছে জেলা সিভিল সার্জন অফিস। রোববার নারায়ণগঞ্জে ১১৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছিল। তবে রোববারের মতো সোমবারও নারায়ণগঞ্জে কোন মৃত্যুর খবর নেই।
গত বছরের ৮ মার্চ নারায়ণগঞ্জের ২ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতির মধ্য দিয়ে দেশে করোনাভাইরাসে প্রথম রোগী শনাক্ত হওয়ার পর দুই মাসের ‘লকডাউনে’ জনজীবন একপ্রকার অচল ছিল।
এরপর সংক্রম কমার সঙ্গে সঙ্গে বিধিনিষেধও ধীরে ধীরে শিথিল হতে থাকে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জেলায় দৈনিক শনাক্তের হার নেমে এসেছিল মাত্র দশের কোঠায়। কিন্তু ফেব্রুয়ারির শেষ দিক থেকে আবার সংক্রমণ আবার বাড়ছে দ্রুত গতিতে। এ অবস্থায় করোনার সংক্রমণ নিয়ন্ত্রণ করতে আজ ৭ দিনের লকডাউন দিয়েছে সরকার।
নারায়ণগঞ্জে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৬৫৫ জনে। তাদের মধ্যে ১৭১ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।