Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেকনাফের লেদা ক্যাম্পের অপহৃত দুই রোহিঙ্গাকে উদ্ধার করেছ এপিবিএন

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২১, ১০:০৩ পিএম

টেকনাফে নয়াপাড়া এপিবিএন পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে অপহৃত দুই রোহিঙ্গাকে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেছে।

জানা গেছে, ৪এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টারদিকে নয়াপাড়া ক্যাম্পে দায়িত্বরত ১৬ব্যাটালিয়নের এপিবিএন পুলিশ সদস্যরা অভিযোগের ভিত্তিতে লেদা ক্যাম্পের সি-ব্লকের পশ্চিমে পাহাড়ের দৌলাঝিরি এলাকায় অভিযানে যায়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্রের সদস্যরা অপহৃত দুইজনকে ফেলে পাহাড়ের দিকে পালিয়ে যায়।

পরে পুলিশ লেদা ২৪নং এলএমএস রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের ২৩নং শেডের বাসিন্দা মৃত ইয়াকুবের পুত্র মোঃ লিয়াকত আলী (৫৩) এবং সি-ব্লকের ৭৮নং শেডের বাসিন্দা উলা মিয়ার পুত্র আবুল হোসেন (৬০) কে উদ্ধার করে।

উল্লেখ্য, গত ৩ এপ্রিল রাত সাড়ে ৯টারদিকে পাহাড় থেকে কাজ করে ফিরে আসার সময় অজ্ঞাত দূবৃর্ত্তরা তাদের অপহরণ করে নিয়ে গিয়েছিল।

তাদের উদ্ধারের জন্য পরিবারের পক্ষ থেকে পুলিশের সহায়তা কামনা করা হলে এপিবিএন পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাদের উদ্ধার করতে সক্ষম হয়।

কক্সবাজার ১৬ ব্যাটালিয়ন এপিবিএন পুলিশের অধিনায়ক এসপি মোঃ তারিকুর ইসলাম তারিক এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ