Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন প্রেমে মাইলি সাইরাস!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

গায়িকা-অভিনেত্রী মাইলি সাইরাস (২৮) তার একসময়ের জনপ্রিয় টিভি সিরিজ ‘হ্যানা মন্টানা’র পঞ্চদশতম বর্ষপূর্তি উদযাপন করলেন গত সপ্তাহে। এসময়ে লস অ্যাঞ্জেলেসের একটি ক্লাবে তিনি সময় কাটান তার কয়েকজন বন্ধুর সঙ্গে, এর মধ্যে একজন ছিলেন ২৩ বছর বয়সী ব্রিটিশ গায়ক ইয়াংব্লাড। ব্রিটিশ পপ-রকার ইয়াংব্লাডের সঙ্গে মাইলির এই সময় কাটানো নতুন করে এক রোমান্সের গুজবের জন্ম দিয়েছে। ইয়াংব্লাড এর আগে গায়িকা হ্যালজির সঙ্গে প্রেম করেছেন বলে জানা যায়। ‘তাকে (মাইলি) খুব সুখী মনে হচ্ছিল। সে গলা ছেড়ে গান গাইছিল আর তাকে প্রাণোচ্ছল লাগছিল,’ একজন প্রত্যক্ষদর্শী বলেছে। ‘তাদের মাঝে অন্তরঙ্গতার ভাব ছিল খুবই স্পষ্ট আর একের ওপর থেকে অন্যের নজর সরছিলই না,’ প্রত্যক্ষদর্শী বলে। এই সূত্র আরও বলেছে,‘স্পষ্টতই তাদের মাঝে কিছু একটা চলছে বোঝা যায়।’ মাইলির ঘনিষ্ঠ আরেক সূত্র বলেছে : ‘মাইলি আর ইয়াংব্লাড অবশ্যই পরস্পরকে মুগ্ধ করার চেষ্টা করে যাচ্ছে, তবে তারা এখনও ডেটিং করছে না। সেটি ছিল নিতান্তই বন্ধু;এর সঙ্গে একটি প্রাণবন্ত সন্ধ্যা।’ মাইলি একসময় প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাসের সঙ্গে প্রেম করেছেন। অভিনেতা লিয়াম হেমসওয়অর্থের সঙ্গে তার সম্পর্ক বেশ আলোচনায় এসেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ