Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মৌসুমের প্রথম ধূলিঝড়ে ভেঙ্গে পড়লো দৃষ্টিনন্দন সড়ক বাতি

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২১, ৮:৩৮ পিএম

প্রচন্ড ধূলি ঝড়ে ভেঙে পড়লো রাজশাহী মহানগরীর সিটি বাইপাস থেকে কাশিয়াডাঙ্গা মোড় পর্যন্ত লাগানো দৃষ্টিনন্দন আধুনিক সড়কবাতি প্রজাপতি লাইট। আজ রোববার বিকেল পৌনে চারটা থেকে শুরু হয় মৌসুমের প্রথম ঝড়। এই ঝড়েই ডিংগাডোবা মোজাম্মেলের মোড় থেকে সামনের রাস্তা পর্যন্ত অনেক আধুনিক সড়ক বাতি গুলো ভেঙ্গে পড়ে। মাত্র কয়দিন আগেই জাঁকজমকভাবেই রাস্তায় প্রজাপতি লাইটগুলো উদ্বোধন করা হয়েছিল। এই সড়কবাতি বসানোর কারণে রাতের বেলাতেও দিনের মতো আলো হয়। এই আলোতে সৌন্দর্যবর্ধনও হয়।

ঝড়ে সড়ক ডিভাইডারে থাকা সড়কবাতির বেশকিছু উপড়েছে আর অনেক খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার বিকালে বাতাসের ৬৫ কিলোমিটার গতিবেগের ঝড়ে নগরীর বিলশিমলা-কাশিয়াডাঙ্গা সড়কে এ ঘটনা ঘটে।

মাত্র তিন মাস আগেই বাতিগুলো বসানো হয়েছিল। খুঁটিগুলোর উপরের অংশে প্রজাপতির মতো ডানা মেলে থাকা দুইপাশে দুটি করে এলইডি বাতি লাগানো হয়। এ কারণে সড়কটি রাজশাহীর ‘প্রজাপতি সড়ক’ নামে পরিচিতি পেয়েছে। রাজশাহী সিটি করপোরেশনের বিদ্যুৎ বিভাগ ‘হ্যারো ইঞ্জিনিয়ারিং’ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে কাজটি বাস্তবায়ন করে। এতে ব্যয় পাঁচ কোটি ২২ লাখ টাকা। সড়কবাতির খুঁটি ও বাতি চীন থেকে আনা হয়। গত ২৭ জানুয়ারি সড়কবাতিগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

উদ্বোধনের তিন মাস পরই প্রথম ঝড়ে সড়কবাতিগুলো এভাবে পড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা। তারা বলছেন, ঠিকাদারী প্রতিষ্ঠানের দুর্নীতি এবং গাফিলতির কারণে এমন ঘটনা ঘটল। স্থানীয়রা জানান, রোববার বিকালে ঝড় শুরু হওয়ার পর থেকে একে একে হড়মড় শব্দ করে খুঁটিগুলো সড়কের আইল্যান্ডের ওপর পড়তে থাকে।
রাজশাহী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক এসএম রেজোয়ানুল হক জানিয়েছেন, রোববার বিকাল ৩টা ৫৫ মিনিটে ধুলিঝড় শুরু হয়। নগরীর বিনোদপুর এলাকায় যেখানে আবহাওয়া অফিস, সেখানে ধুলিঝড় স্থায়ী ছিল ৪টা ২৫ মিনিট পর্যন্ত। তবে নগরীর অন্যান্য এলাকায় বিকাল সাড়ে ৫টা পর্যন্ত দমকা হাওয়া বইছিল। ঝড়ের সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৬৫ কিলোমিটার।

এই ঝড়েই সড়কবাতির খুঁটি পড়ে যাওয়ার ব্যাপারে রাসিকের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ ও যান্ত্রিক) রেয়াজাত হোসেন রিটু বলেন, ঝড়ের কারণে খুঁটিগুলো পড়ে গেছে। আমাদের ওয়ারেন্টির সময় আছে। ঠিকাদারী প্রতিষ্ঠান নিজ দায়িত্ব আবার সব ঠিক করে দেবে।
ঠিকাদারী প্রতিষ্ঠান হ্যারো ইঞ্জিনিয়ারিংয়ের স্বত্ত্বাধিকারী আশরাফুল হুদা টিটো বলেন, খবর পেয়ে আমি সরেজমিনে পরিদর্শন করেছি। আমাদের এক বছরের ওয়ারেন্টির মেয়াদ আছে। আর ক্ষতিগ্রস্ত খুঁটিগুলো ঠিক করে দেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ