বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দেশব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় আগামী সোমবার থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সকল ধরণের কার্যক্রম বন্ধ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের।
এসময় তিনি বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সোমবার থেকে সারাদেশে লকডাউন। তাই যতদিন লকডাউন থাকবে ততদিন বিশ্ববিদ্যালয়ের সকল ধরণের কার্যক্রম বন্ধ থাকবে।
এর আগে, গেল বছরের ১৭ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ হলেও ৬ জুলাই থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রশাসনিক কার্যক্রম শুরু করেছিল । তবে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সোমবার থেকে সাত দিনের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করা হয়। এরই প্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ও সকল কার্যক্রম পুনরায় বন্ধ ঘোষণা করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।