Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যশোরের বাজারে উপচেপড়া ভিড়

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২১, ৬:১৭ পিএম

করোনা ভাইরাস সংক্রমণরোধে লকডাউন তাই যশোরের হাট-বাজারে উপচেপড়া ভিড়। মানুষ দেদারসে কেনাকাটা করছেন।

বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় দোকানপাটে ক্রেতারা হুমড়ি খেয়ে পড়ছেন। দোকানীদের ত্রাহি অবস্থা। যশোর বড় বাজারে রোববার বিকালে দেখা গেছে, অনেক দোকানে লম্বা লাইন। ক্রেতা চাঁচড়ার ফজলুর রহমান বললেন, ৭দিনের লকডাউনে জিনিসপত্র ক্রয় করা সম্ভব হবে কি হবে না এই চিন্তায় লোকজন বাজারে ছুটে এসে কেনাকাটা করছেন।

দোকানিরা এই সুযোগে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে। তারপরেও ক্রেতারা হুমড়ি খেয়ে পড়ছে। প্রশাসন ও ব্যবসায়িদের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে চলে মাইকিং করা হলেও অনেকক্ষেত্রেই এটি মানা হচ্ছে না।

এদিকে, যশোর জেলায় রোববারও ১৫জনের নমুনায় করোনা পজেটিভ পাওয়া গেছে। করোনা বেড়েই চলেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ