বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কোর্ট রিপোর্টার : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাজধানীর দারুসসালাম থানার নাশকতার তিনটি মামলার অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। গতকাল ঢাকা মহানগর এক নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস কুমার পাল সাংবাদিকদের জানান, তিন মামলায় ৮৪ আসামির অভিযোগ আমলে নিয়ে পলাতক ৭১ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এ সময় পলাতক আসামিদের গ্রেফতার করা গেল কি না সে বিষয়ে তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ অক্টোবর দিন ধার্য করা হয়েছে। এ তিনটি মামলাতেই খালেদা জিয়া জামিনে আছেন।
মামলার নথি সূত্রে জানা গেছে, গত বছর জানুয়ারি ও মার্চ মাসে দারুসসালাম থানায় বিশেষ ক্ষমতা আইনে এ তিনটি মামলা করে পুলিশ। পরে তদন্ত শেষে খালেদা জিয়াসহ ৮৪ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।