Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুজিববর্ষ ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৬৪ জেলায় বিটিভির বিশেষ অনুষ্ঠান নির্মাণের সিদ্ধান্ত

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

স্বাধীনতা সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে দেশের ৮টি বিভাগের ৬৪ জেলায় বিশেষ অনুষ্ঠান নির্মাণ ও প্রচারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিভিশন। অনুষ্ঠান নির্মাণের বিষয়সমূহের মধ্যে রয়েছে বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা, মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শীদের স্মৃতিকথা, মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য, বীরঙ্গনাদের স্মৃতিকথা, নৃশংসতা, ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা, গণহত্যা, ধ্বংসযজ্ঞ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক সংশ্লিষ্ট বিষয়াদি। এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত স্থান ও ঘটনা নিয়ে ‘আমাদের বঙ্গবন্ধু’ শিরোনামে ৬৪ জেলার প্রতিটিতে একটি করে অনুষ্ঠান নির্মাণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়া বাংলাদেশ সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের সাফল্য নিয়ে প্রামাণ্য অনুষ্ঠান ধারণ ও প্রচারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে অনুষ্ঠানসমূহ তত্ত্বাবধান ও বাস্তবায়নের জন্য উপ-মহাপরিচালক (অনুষ্ঠান) নেতৃত্বে ৬ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠানের সঙ্গে দর্শক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে দর্শক জরিপের ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। সম্প্রতি বিটিভি’র ঢাকা কেন্দ্রের সভাকক্ষে বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত একটি সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিটিভি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ