Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ফ্রেন্ডস’ রিইউনিয়নের জন্য তৈরি ডেভিড শুইমার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

সেই সময় সবাই তাকে চিনত সুপারহিট সিটকম সিরিজ ‘ফ্রেন্ডস’-এর রস গেলার হিসেবে। কমেডি সিরিজটি শেষ হয়েছে অনেক আগে। ‘ফ্রেন্ডস রিইউনিয়ন স্পেশাল’নামে ফিরছে জীবাশ্মবিদ রস গেলারের ভূমিকায় ডেভিড শুইমারসহ অন্যরা। এই বিশেষ ‘ফ্রেন্ডস রিইউনিয়ন স্পেশাল’-এ তার পুরনো বন্ধুদের সঙ্গে আরেকবার একসঙ্গে মিলিত হবার অপেক্ষায় আছেন শুইমার। ‘আমি ‘ফ্রেন্ডস রিইউনিয়ন স্পেশাল’-এর শুটিংয়ে অংশ নেবার জন্য লস অ্যাঞ্জেলেস যাচ্ছি। অনেক বছর পর আমি সবার সঙ্গে আবার মিলিত হব। আমি হব ‘ডেভিড’। কোনও কিছু লেখা হয়নি আর আমরা আমাদের চরিত্রে ফিরব না। আমরা আমরাই থাকব। অবশ্য একটা ব্যাপার আছে যা আমি প্রকাশ করব না, তবে আমাদের সংলাপ মুখস্থ করতে হবে,’ শুইমার বলেন। ‘আমাকে পুরনো পর্বগুলো দেখতে হয়েছে, তবে ২৩৬ পর্বের সবগুলো আমার মনে নেই। আমার মনে হয় আগামী পাঁচদিনে অনেকগুলো পর্ব দেখতে হবে!’ তিনি আরও বলেন। রেচেল গ্রিন চরিত্রের অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন মনে করেন প্যানডেমিকের কারণে ‘ফ্রেন্ডস রিইউনিয়ন স্পেশাল’বিলম্বিত হওয়াতে এই বিশেষ অনুষ্ঠানটি আরও ‘বিশেষ’ হবে।‘এটি দারুণ হবে। এর (মহামারী) কারণে আমরা আমরা একে আরও আকর্ষণীয় করার সময় পেয়েছি। তাই বিলম্বিত হওয়াকে আমি ‘গ্লাস অর্ধেক পূর্ণ’ দৃষ্টিতে দেখতে চাই,’ অ্যানিস্টন মাস খানেক আগে বলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ