প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
শেষ মুহূর্তে বিয়েটা ভেঙে দিলেন পাকিস্তানি অভিনেত্রী সাবা জামান৷ সমাজকে পাত্তা না দিয়ে নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নিলেন৷ মহিলাকে যৌন নির্যাতন করেছেন হবু স্বামী! এমন খবর পেতেই বিয়ে ভাঙার সিদ্ধান্ত নিলেন পাকিস্তানের অভিনেত্রী৷ সোশাল মিডিয়ায় বিন্দাস হয়ে লিখলেন কেন তিনি অজিম খানকে বিয়ে করছেন না৷ আর আজিম খানও সব দোষ মেনে নিয়েছেন।
সম্প্রতি সাবা তার ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করা নোটে লিখেছেন, ‘সবার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ খবর শেয়ার করতে চাই৷ ব্যক্তিগত কারণে আজিম খানের সঙ্গে আমার বিয়ে বাতিল করলাম৷ আশা করি আমার এই সিদ্ধান্তকে সবাই সাপোর্ট করবেন৷ যেভাবে আমাকে আগে সমর্থন করেছেন৷ এটা সবাইকে পরিষ্কার জানাতে চাই৷ আমি কখনই আজিমের সঙ্গে সামনা সামনি দেখা করিনি৷ শুধুমাত্র ফোনে তার সঙ্গে কথা বলেছি৷ এই সময়টা যথেষ্ট কঠিন সময় আমার কাছে৷ তবে ঈশ্বরের কৃপায় এটা কেটে যাবে৷’
সাবার এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আজিম খানও সোশাল মিডিয়ায় সাবাকে লিখেছেন, ‘আমার দেখা সবচেয়ে সুন্দর মানুষ তুমি৷ তুমি জীবনে সমস্তরকম সুখ পাও৷ তোমার স্বপ্ন সত্যি হোক৷ কঠিন রাস্তা নিশ্চয়ই সুন্দর জায়গায় নিয়ে যাবে তোমাকে৷ আর হ্যাঁ, এই ঘটনার জন্য আমিই দায়ী!’
উল্লেখ্য কয়েকদিন আগেই সোশাল মিডিয়ায় আজিমের নামে যৌন নিগ্রহের অভিযোগ আনেন এক মহিলা৷ সোশাল মিডিয়ায় এই অভিযোগ নিয়ে ভিডিও পোস্ট করেন মহিলা৷ তবে ভিডিওটা ভাইরাল হতেই সোশাল মিডিয়া থেকে তা ডিলিটও হয়ে যায়৷
এমনকী, এই ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন তুলে সোশাল মিডিয়ায় আজিমও আরও একটি ভিডিও পোস্ট করেন৷ সেই ভিডিওর কমেন্টে ‘তোমাকে বিশ্বাস করি’ বলেও মন্তব্য করেছিলেন সাবা৷ তবে শেষমেশ, সব কিছুতেই ইতি টানলেন অভিনেত্রী৷ শুধু জানালেন, ‘এই সিদ্ধান্ত একেবারেই ব্যক্তিগত৷’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।