Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যবিপ্রবিতে ল্যাব উদ্বোধন ও ক্যাম্পাসে বৃক্ষ রোপন

প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

যশোর ব্যুরো : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার ল্যাবটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন যবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আবদুস সাত্তার। ল্যাবটি গবেষণা ও প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হবে। এদিকে উদ্বোধন শেষে বিশ্ববিদ্যালয়ের ‘অদম্য একাত্তর’ ভাস্কর্যের সামনে ‘নাগলিঙ্গম’ ও ‘জাকারান্ডা’ নামে দুটি বিরল প্রজাতির ফুলের গাছ রোপন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীব বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন ড. ইকবাল কবীর জাহীদ, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডীন ড. নাসিম রেজা, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. জাফিরুল ইসলাম, আইপিই বিভাগের চেয়ারম্যান এএইচ এম মুজাহিদুল হক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা এর পরিচালক ড. মীর মোশাররফ হোসেন, যবিপ্রবি’র প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. দীপক কুমার, প্রধান প্রকৌশলী হেলাল উদ্দীন পাটোয়ারী ও জনসংযোগ কর্মকর্তা হায়াতুজ্জামান মুকুল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যবিপ্রবিতে ল্যাব উদ্বোধন ও ক্যাম্পাসে বৃক্ষ রোপন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ