Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শুটিংয়ের প্রথম স্বর্ণ আমিরার

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২১, ৯:২৬ পিএম

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস শুটিংয়ে প্রথম স্বর্ণপদক জিতেছেন আমিরা হামিদ। শুক্রবার গুলশানস্থ বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনে অনুষ্ঠিত নারীদের ৫০ মিটার রাইফেল প্রোন জুনিয়রে ৫৭৬ স্কোর তুলে স্বর্ণপদক জিতে নেন গুলশান শুটিং ক্লাবের শুটার আমিরা। ৫৭৫ স্কোর করে এই ইভেন্টে রুপা জেতেন আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের মায়েদা মুমতাহিনা এবং ৫৫৭ স্কোর করে ব্রোঞ্জপদক জয় করেন একই ক্লাবের তৌফিকা সুলতানা রজনী।

শনিবার শুরু হচ্ছে সাঁতার

শনিবার শুরু হচ্ছে গেমসের সাঁতার, ডাইভিং এবং ওয়াটার পোলো প্রতিযোগিতার খেলা। মিরপুরস্থ সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্স এবং নৌবাহিনীর সুইমিং কমপ্লেক্সে হবে প্রতিযোগিতাগুলো। সকাল ১১টায় সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে সাঁতার প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। প্রতিযোগিতায় ৩০০ সাঁতারু অংশ নেবেন। উদ্বোধনী দিনে পুরুষ ও নারীদের ২০০ মিটার ফ্রিস্টাইল, ২০০ মিটার ব্যাকস্ট্রোক, ১০০ মিটার বাটারফ্লাই এবং ২০০ মিটার ব্রেস্টস্ট্রোক ইভেন্টের হিট ও ফাইনাল অনুষ্ঠিত হবে। 

পুরুষ হ্যান্ডবল

পুরুষ হ্যান্ডবলে জিতেছে বাংলাদেশ আনসার ও চাঁপাইনবাবগঞ্জ। শুক্রবার শহীদ ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় আনসার ৩৯-১৯ গোলে ফরিদপুর জেলাকে এবং চাঁপাইনবাবগঞ্জ ৪৫-২৬ গোলে হারায় জামালপুর জেলাকে।

 

ম্যারাথনে সেনা, হ্যামারে নৌবাহিনী সেরা

গেমসের অ্যাথলেটিক্স ডিসিপ্লিনে ম্যারাথনে বাংলাদেশ সেনাবাহিনী এবং হ্যামার থ্রোয়ে নৌবাহিনী স্বর্ণপদক জিতেছে। শুক্রবার ঢাকা আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরুষ ম্যারাথনের তিনটি পদকই জিতে নেন সেনাবাহিনীর তিন অ্যাথলেট। দুই ঘন্টা ৪৬ মিনিট ৩৮ সেকেন্ডে স্বর্ণ পদক জেতেন সেনাবাহিনীর মো. ফরিদ মিয়া। দুই ঘন্টা ৪৬মিনিট ৪০ সেকেন্ড সময় নিয়ে রুপা জয় করেন ফিরোজ খান এবং দুই ঘণ্টা ৫৭ মিনিট ৫০ সেকেন্ডে ব্রোঞ্জপদক জেতেন একই সংস্থার আরেক অ্যাথলেট কামরুল ইসলাম। অন্যদিকে পুরুষ হ্যামার থ্রোয়ে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশ নৌবাহিনীর মো. মাহফুজ হাসান। তিনি ৫০.৮৫ মিটার দূরত্বে নিক্ষেপ করে প্রথম হন। বাংলাদেশ সেনাবাহিনীর মো. শফিকুল ইসলাম ৪৮.৭৪ মিটার দূরত্বে নিক্ষেপ করে রুপা এবং সেনাবাহিনীর মো. জুয়েল ইসলাম ৪৪.২৯ মিটার দূরত্বে হ্যামার নিক্ষেপ করে ব্রোঞ্জপদক জিতে নেন।

 

হকিতে রাজশাহী ময়মনসিংহ জয়ী

হকিতে জিতেছে ময়মনসিংহ জেলা ও রাজশাহী। শুক্রবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে ময়মনসিংহ ৩-১ গোলে হারায় কুমিল্লাকে। বিজয়ী দলের ফরিদুল, মাজহারুল ও সুব্রত পাল একটি করে গোল করেন। কুমিল্লার হয়ে এক গোল শোধ দেন আসিবুল আলম। দিনের অন্য ম্যাচে রাজশাহী জেলা ৫-২ গোলে হারায় কুড়িগ্রাম জেলাকে। রাজশাহীর গোলদাতা জাহিদ, বাপ্পি কুমার, মোস্তাফিজুর, রাহিদ ও প্রশান্ত কুমার এবং কুড়িগ্রামের পক্ষে গোল করেন সন্তোষ কিস্কু ও কামরান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ