Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামত

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

পাইকগাছায় বিভিন্ন স্থানের ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মেরামত করেছে। গত বৃহস্পতিবার সারাদিন ধরে কয়েক শ’ মানুষ নিজেদের উদ্যোগে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করে। এদিকে এখনো বাঁধের কয়েকটি স্থান ঝুঁকিপূর্ণ রয়েছে। এসব এলাকার বাঁধ আগামী পূর্ণিমার আগেই সংস্কার করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। পূর্ণিমার প্রভাবে নদ-নদীতে জোয়ারের পানি অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় গত মঙ্গল ও বুধবার উপজেলার রাড়ুলী ইউনিয়নের কাটিপাড়া, দেলুটির জিরবুনিয়া, সোলাদানার গুচ্ছগ্রামসহ কয়েকটি স্থানের বাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এতে মৎস্য, কৃষি ফসল ও পানের বরজের ব্যাপক ক্ষতি হয়।

স্থানীয় পাটকেলপোতা গ্রামের আব্দুলাহ আল মামুন জানান লতা, দেলুটি, সোলাদানা ও লস্করসহ যেসব ইউনিয়নের বাঁধ ঝুকিপূর্ণ রয়েছে সেগুলো এখনই মেরামত করার দরকার। তা না হলে আগামী পূর্ণিমায় আবারও বাঁধ ভেঙ্গে এলাকা প্লাবিত হতে পারে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস জানান বাঁধ ভেঙে প্লাবিত হওয়ার ফলে ৬শ বিঘার চিংড়ি ঘের ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতির পরিমান প্রায় ২০ লাখ টাকা।
উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত বাঁধ এলাকাবাসির সহযোগিতায় মেরামত করা হয়েছে এবং ক্ষয়ক্ষতি নিরুপন করে উর্দ্ধতন কতৃপক্ষ বরাবর পাঠিয়ে দিয়েছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বেচ্ছাশ্রম

২৬ ফেব্রুয়ারি, ২০১৮
২৬ ফেব্রুয়ারি, ২০১৮

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ