Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

কোরবানির ছুরি নয় দলীয় ক্যাডারদের অস্ত্র উদ্ধার করুন -বাংলাদেশ খেলাফত আন্দোলন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২১, ৮:৪৪ পিএম

বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী এবং মহানগর সাধারণ সম্পাদক মোফাচ্ছির হোসাইন সরকার প্রশাসনের উদ্দেশে কোরবানির ছুরি নিয়ে চিন্তিত হওয়ার পরিবর্তে ক্ষমতাসীন দলের ক্যাডারদের হাতে থাকা অস্ত্রশস্ত্র উদ্ধারে মনোযোগ দেয়ার আহবান জানিয়েছেন।
আজ এক বিবৃতিতে তারা বলেন, গুলি করে মানুষ হত্যাকারী, বিভিন্ন জায়গায় ককটেল ও হাতবোমা নিক্ষেপকারী এবং গত ২৬ মার্চ বায়তুল মোকাররমে মুসুল্লিদের উপর আক্রমণের হোতাদের খুঁজে বের করা ও গ্রেফতার করে বিচারের মুখোমুখি করুন। বিবৃতিতে তারা বলেন, বিভিন্ন মাদাসায় কোরবানির পশু জবাইয়ের জন্য রাখা ছুরি জননিরাপত্তার জন্য কোন হুমকি নয় বরং বিভিন্ন সময়ে ক্ষমতাসীন দলগুলোর ক্যাডারদের হাতে থাকা অস্ত্রের ঝনঝনানিতে জনমনে ত্রাস, আতঙ্ক সৃষ্টি হয়েছে।
ক্যাম্পাসগুলোতে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনগুলোর অস্ত্রের মহড়ার খবর প্রায়ই পত্র-পত্রিকায় উঠে আসছে। দলীয় কোন্দল, ভিন্ন সংগঠনের নেতাকর্মীদের উপর আক্রমণে এসব অস্ত্রের ব্যবহার ও প্রাণহানির ঘটনাও বিরল নয়। কিন্তু সরকার ও প্রশাসন সেগুলোকে দেখেও না দেখার ভান করে থাকে। সর্বশেষ বায়তুল মোকাররমে ছাত্রলীগ-যুবলীগের ক্যাডারদেরকে আগ্নেয়াস্ত্র হাতে নিরীহ মুসল্লিদের উপর ঝাঁপিয়ে পড়তে দেখে গেছে। মাদরাসাগুলো ছুরি সংরক্ষণ না করলে ধর্মপ্রাণ জনতা কোরবানির সময় চরম দুর্ভোগে পড়বেন। এমতাবস্থায় সহিংসতার কাজে ব্যবহার হতে পারে এই আশঙ্কায় মাদরাসা থেকে কোরবানির ছুরি জব্দ করা মাদরাসাগুলোর প্রতি জনমনে বিরুপ মনোভাব সৃষ্টির অপচেষ্টা কিনা সেই প্রশ্ন উঠা স্বাভাবিক।



 

Show all comments
  • Jack Ali ২ এপ্রিল, ২০২১, ৯:১৭ পিএম says : 0
    O'Muslim Alem's come under one banner of Islam if not the enemy of Allah ruler kill you all one by one don't you understand?? Allah also punish all these Alem's who created division in Islam... O'Alem our Creator is One, our Qur'an is One, Our Prophet [SAW] one and his Sunnah is one....
    Total Reply(0) Reply
  • ।।শওকত আকবর।। ২ এপ্রিল, ২০২১, ৯:৪৭ পিএম says : 0
    ইসলামিক দল ঐক্যবদ্ধ না হলে কোন আন্দলনই সফল হবেনা।এখন তো করনা পরিস্হিতি ভয়াবহ।তাই মানবতার হাত বাড়িয়ে দিন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খেলাফত আন্দোলন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ