Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা নিষ্ক্রিয় করবে এবার ডিভাইজ!

চীনা গবেষণায় সাফল্য

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ নতুন করে ত্রাস ছড়িয়েছে। সেই আবহে আশার আলো দেখাচ্ছে চীন। সেই দেশের বিজ্ঞানীরা এমন একটি ডিভাইজ তৈরি করেছেন যা কি না ইলেকট্রন বিম ইরেডিয়েশন-এর সাহায্যে করোনাভাইরাস নিষ্ক্রিয় করতে পারে। এই বিশেষ প্রযুক্তিটি বিশেষজ্ঞদের একটি প্যানেল পর্যালোচনার পর পেশ করে। তারা সিদ্ধান্ত নিয়েছে যে, এর প্রয়োগ তারা ধীরে ধীরে করবে। দক্ষিণ চীনের শেনজেন শহরে একটি সাংবাদিক সম্মেলনে এ তথ্য সামনে আনা হয়।

সিনহুয়া সংবাদ সংস্থা সূত্রে খবর, এ পুরো প্রোজেক্টটিতে সঙ্গ দিয়েছে চীনের জাতীয় পারমাণবিক বিদ্যুৎ কর্পোরেশন, সিংহুয়া বিশ্ববিদ্যালয়, চীনা একাডেমি অফ সায়েন্সেস, শেনজেন ন্যাশনাল ক্লিনিকাল রিসার্চ সেন্টার ফর ইনফেকশন ডিজিস)।

অন্যদিকে সারা বিশ্বময় স¤প্রতি এই অভিযোগ ওঠে যে, চীন এই খবর ও কিছু তথ্য লুকাচ্ছে। বুধবার চীনের এক অভিজ্ঞ চিকিৎসক বলেন এই খবর এমন একটা দিনে এসেছে যখন, কোভিড-১৯ নিয়ে ডব্লিউএইচও-র নিয়োগ করা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সঙ্গে তথ্য ভাগ করে নিয়েছে দেশ। তাই এই খবর লুকানোর অভিযোগ একেবারেই ভিত্তিহীন বলে দাবি করেন ওই চিকিৎসক।
মঙ্গলবার চীন ও হু-র যৌথ সমীক্ষা প্রকাশের পরে ডব্লিউএইচও-র ডিরেক্টর জেনারেল বলেছেন, আন্তর্জাতিক তদন্তকারীদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অসম্পূর্ণ। কিন্তু দুই পক্ষের গবেষকদের কোন্ডলিডার লিয়াং ওয়ানিয়ান সাংবাদিকদের বলেছেন, উভয় পক্ষের গবেষকদের তদন্তের সময়ে একই তথ্য দেওয়া হয়। এমনটা একদমই নয় যে আন্তর্জাতিক তদন্তকারীদের আলাদা কিছু দেওয়া হয়।

তিনি আরও বলেন, “অবশ্যই, চীনা আইন অনুসারে, কিছু তথ্যের ছবি তোলা যায় না, তবে যখন আমরা উহানে একসঙ্গে এই সব বিশ্লেষণ করছিলাম, তখন সব ডেটাবেস দেখানো হয়েছে”। বিশেষজ্ঞ প্যানেলের সম্পূর্ণ ডেটাসেট এবং নমুনাগুলির অ্যাক্সেস নেই বলে বার বার যে অভিযোগ করা হয়, তার জবাবে লিয়াং বলেন সেই সময়ে কোনও বিজ্ঞানীর কাছে নিখুঁত তথ্য ছিল না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তোলা অভিযোগ-কে তিনি অস্বীকার করেন এবং নির্দিষ্ট করে বলেন “প্রতিটি বাক্য, প্রতিটি উপসংহার, প্রতিটি তথ্য” প্রকাশের আগে দুই পক্ষকেই যাচাই করা দরকার! সূত্র : সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ