Inqilab Logo

সোমবার, ১০ জুন ২০২৪, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ যিলহজ ১৪৪৫ হিজরী

চট্টগ্রামে দেশি বিদেশী অস্ত্র গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২১, ১০:৩৭ পিএম

চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানাধীন বড় হাতিয়া চাকফিরানী কালীনগর পাড়ার অভিযান চালিয়ে দেশি-বিদেশী অস্ত্র ও গুলিসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার বিকেলে র‌্যাব সদস্যরা সন্ত্রাসী মোঃ জসীম উদ্দিনকে (৩৩) পাকড়াও করে। তার কোমরে ৫ রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশী রিভলবার এবং হাতে থাকা শপিং ব্যাগে একটি ওয়ানশুটারগান এবং ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

মোঃ জসীম উদ্দিন ওরফে জোস্যা ডাকাতের বিরুদ্ধে চট্টগ্রাম জেলার বাঁশখালী থানায় এবং কক্সবাজার জেলার পেকুয়া থানায় হত্যা, হত্যা চেষ্টা, অস্ত্র, অপহরণ ও চাঁদাবাজি, চাঁদাবাজি, মাদক এবং বন মামলাসহ মোট ১২ টি মামলা রয়েছে।

জসিম উদ্দিন বাঁশখালী থানার পুঁইছড়ি এলাকার কুখ্যাত জোস্যা ডাকাত নামে পরিচিত। র‌্যাব জানায়, জিজ্ঞাসাবাদে আরো জানা যায় সে দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয়সহ নিজে ব্যবহার করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করে আসছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্রগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ