Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ব্রাজিলে একদিনে মৃত্যুর রেকর্ড

করোনায় কাহিল ভারত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২১, ১২:০৭ এএম

করোনায় ব্রাজিলে একদিনে মারা গেছে প্রায় চার হাজার মানুষ। বৃহস্পতিবার ওয়ার্ল্ডোওমিটারের তথ্য অনুযায়ী, করোনায় গেল ২৪ ঘণ্টায় লাতিন আমেরিকার দেশটিতে ৩ হাজার ৯৫০ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে ব্রাজিলে করোনায় মোট মৃতের সংখ্যা প্রায় ৩ লাখ ২১ হাজার ৮৮৬ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রায় ৯০ হাজার রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে দেশটিতে মোট সংক্রমণ ১ কোটি ২৭ লাখ ৫৩ হাজার ছাড়িয়ে গেছে। এদিকে করোনায় কাহিল হয়ে পড়েছে ভারত। শুরু থেকেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় করোনা। মাঝে কিছুদিন কিছুটা কম হয়েও আবার মহামারির রূপ নিয়েছে। করোনাভাইরাসের (কভিড-১৯) দ্বিতীয় ঢেউয়ে ভারতের মহামারী পরিস্থিতি আরও প্রকট হচ্ছে। অক্টোবরের পর থেকে এ পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বুধবার। এদিন দেশটিতে ৭২ হাজার ৩৩০ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে দক্ষিণ এশিয়ার দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ২২ লাখ ২১ হাজার ৬৬৫ জন। এর আগে গত বছরের ১১ অক্টোবর ৭৪ হাজার ৩৮৩ জন কোভিড-১৯ রোগে সংক্রমিত হয়েছিলেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এমন খবর দিয়েছে। এদিকে ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১২ হাজার ২৩৬ জন। এ নিয়ে বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ২৮ লাখ ২৭ হাজার ৪২৬ জন। এছাড়া গেল ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরও ছয় লাখ ৩৮ হাজার ২৫১ জন। এনিয়ে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১২ কোটি ৯৪ লাখ ৫৪ হাজার ৪৪০ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ কোটি ৪৪ লাখ ৭৯৪ জন। করোনায় এ পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ১১ লাখ ৬৬ হাজার ৩৪৪ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৬৫ হাজার ২৫৬ জনের। এনডিটিভি, ওয়ার্ল্ডওমিটার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ