Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২১, ১২:০৭ এএম

শুধু মার্চেই
ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শুধু মার্চ মাসেই ৬৬ হাজার ৫৭০ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যাটা আগের যেকোনো মাসে মৃত্যুর সংখ্যার চেয়ে দ্বিগুণের বেশি। এরই মধ্যে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ার প্রেক্ষিতে ব্রাজিলের স্বাস্থ্যখাত পুরোপুরি ভেঙে পড়েছে। করোনা মোকাবিলায় ব্যর্থতার জন্য কঠোর সমালোচনার মুখে পড়েছে ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো। তার ব্যর্থতার কারণে চলতি সপ্তাহে দেশটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের পদত্যাগের ঘটনা ঘটেছে। অথচ স্থানীয় গর্ভনর ও মেয়ররা লকডাউন দেয়ায় বুধবারও তাদের সমালোচনা করেছেন বলসোনারো। বিবিসি।


ক্যালিফোর্নিয়ায় নিহত ৪
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিজনেস ইনসাইডার। জানা যায়, গতকাল বুধবার (৩১ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যায় ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে অবস্থিত অরেঞ্জ শহরে বন্দুক হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন স্থিতিশীল আছে এবং ‘জনগণের প্রতি এখন কোনো হুমকি নেই।’ রয়টার্স।


ফ্রান্সে তৃতীয়বার
করোনাভাইরাসের সংক্রমণ কোনোভাবেই রুখতে পারছে না ফ্রান্স। এমতাবস্থায় তৃতীয়বারের মতো পুরো ফ্রান্সজুড়ে লকডাউন ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। এই দফার লকডাউনে অন্তত তিন সপ্তাহ ফ্রান্সের সব স্কুল বন্ধ থাকবে বলেও জানান তিনি। ম্যাখোঁ বলেছেন, আগামী সপ্তাহ থেকে স্কুলগুলোতে অনলাইনে ক্লাস শুরু হবে। গত মাসের শুরুর দিক থেকে ফ্রান্সের কিছু এলাকায় আগে থেকেই লকডাউন বলবৎ ছিল। এখন অন্যান্য জেলাগুলোতেও এর পরিধি বাড়ানো হয়েছে। এএফপি।


সাহসিকতায়
ফ্রান্সের নটস নগরীতে একটি অ্যাপার্টমেন্ট ভবনে আগুন লাগলে একদল তরুণ নায়কোচিত ভাবে সেখান থেকে একটি পরিবারকে উদ্ধার করে। বিবিসি জানায়, নটস নগরীর বুচেঁ জেলায় স্থানীয় সময় রোববার বিকালে একটি বহুতল ভবনের তিনতলায় আগুন লাগার ভিডিও ফুটেজে দেখা যায়, তরুণরা আগুন লাগা ভবনের পাশের একটি অংশের দেয়াল বেয়ে উপরে উঠে প্রথমে ওই ফ্ল্যাটে বসবাস করা এক দম্পতিকে বের হতে সাহায্য করে। পরে ভবনের নিচে ম্যাট্রেস পেতে ওই দম্পতির ছয় মাস বয়সের শিশু সন্তানকে সেটির উপর নিরাপদে ছুঁড়ে মারে। শিশুটির জীবননাশের আশঙ্কা নেই। বিবিসি।


রান্নার ভিডিও দিয়ে
ইউটিউবে রান্নার একটি ভিডিও দেখে পলাতক একজন মাফিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ভিডিওতে তিনি নিজের চেহারা লুকিয়ে রাখলেও ট্যাটু দেখে শনাক্ত করা হয় তাকে। ৫৩ বছর বয়সী মার্ক ফেরেন ক্লড বিয়ার্ট ডমিনিকান রিপাবলিকের বোকা চিকায় নিভৃত জীবনযাপন করছিলেন। কিন্তু ওই ভিডিওতে শনাক্ত হওয়ার তার আসল গোমর ফাঁস হয়ে যায়। এরপরই গ্রেপ্তার করা হয় বিয়ার্টকে। ডমিনিকান রিপাবলিকের ইতালি প্রবাসী কমিউনিটির লোকজন বিয়ার্টকে ‘বিদেশি’ ভেবেছিলেন বলে জানিয়েছে পুলিশ। রয়টার্স।


করোনা ঠেকাতে
করোনাভাইরাস সংক্রমণের ভয়ে মিয়ানমার সীমান্ত বন্ধ করে দিয়েছে চীন। দুই দেশের মধ্যে সংযোগকারী সেতুটি দিয়ে চলাচল বন্ধের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে চীনা গণমাধ্যমগুলো খবর অনুসারে, সীমান্তবর্তী রুইলি শহরে মিয়ানমারের তিন নাগরিক করোনা পজিটিভ শনাক্তের পরপরই সেতু বন্ধের সিদ্ধান্ত নেয় চীনা কর্তৃপক্ষ। শহরটিতে ফের লকডাউনও জারি করা হয়েছে। চীনা শহরটির সঙ্গে মিয়ানমারের প্রায় ১৭০ কিলোমিটার সীমান্ত রয়েছে। সেখানে একটি সেতু দিয়েই দুই দেশের মধ্যে ৮০ ভাগ বাণিজ্য ও চলাচল হয়ে থাকে। সাউথ চায়না মর্নিং পোস্ট।


হামাসের নিন্দা
ইসরাইলে দ‚তাবাস খোলার সিদ্ধান্ত নিয়েছে বাহরাইন সরকার। ইসরাইলে নিয়োগ দেওয়ার জন্য এরই মধ্যে রাষ্ট্রদ‚তের নাম ঘোষণা করেছে দেশটি। বাহরাইনের এসব পদক্ষেপের নিন্দা জানিয়েছেন হামাস মুখপাত্র হাজেম কাসেম। তিনি বলেন, এই চুক্তির ফলে ফিলিস্তিন ইস্যুটি মারাত্মকভাব ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে অপরাধম‚লক তৎপরতা চালাতে ইসরাইলকে আরও বেশি উৎসাহিত করবে। ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তির মধ্য দিয়ে বাহরাইন যে রাজনৈতিক ভুল করেছিল, বারবার তারই চর্চা করছে বলে মন্তব্য করেন হামাস মুখপাত্র। আনাদোলু এজেন্সি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ