Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সখিপুরে রাতের আধারে দোকানে তালা : থানায় অভিযোগ

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২১, ৬:৩২ পিএম

টাঙ্গাইলের সখিপুরে মসজিদ রোডে চাচা-ভাতিজা মার্কেটের দ্বিতীয় তলায় জীবন বোরকা হাউজে রাতের আধারে দুর্বৃত্তরা তালা ঝুলিয়ে দিয়েছে। এ বিষয়ে উক্ত বোরকা হাউজের প্রোঃ মুকুল এর স্বামী ইউসুব বাদী হয়ে বৃহস্পতিবার সখিপুর থানায় একটি অভিযোগ দাখিল করেছে।

ইউসুব জানায়, ৩১মার্চ দিবাগত রাত ১১/১২টার দিকে সামাদ সিকদার গং জীবন বোরকা হাউজে তালা লাগিয়ে তালায় সুপার গ্লু দিয়ে দিয়েছে।

সামাদ সিকদার বলেন, ঘরটি আমার ভাড়া না দেওয়ায় দোকান ঘরে তালা ঝুলিয়ে দিয়েছি। অথচ তিন বছর পূর্বে ৯লাখ টাকা সিকিউরিটি ১০হাজার টাকা ভাড়া নির্ধারণ করে যে চুক্তিপত্র করা হয়েছে সেই চুক্তিপত্রে সাক্ষী হিসাবে আজিজুল সিকদার, রাসেল সিকদার এর নাম রয়েছে। উক্ত মার্কেটের মালিকানা নিয়ে বাচ্চু সিকদার গং ও সামাদ সিকদার গং দের মধ্যে বিরোধ এবং মামলা-মোকাদ্দমা চলছে। এ বিরোধে বলির পাঠা হয়েছে জীবন বোরকা হাউজ। সখিপুর বাজার বনিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি মো.খলিলুর রহমান ঘটনাটি সম্পর্কে অবগত আছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টাঙ্গাইল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ