বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে হেফাজতে ইসলামের কর্মকান্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শাস্তির দাবি করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বৃহস্পতিবার শিক্ষক সমিতির সভাপতি ড. মো: শামীমুল ইসলাম ও সাধারণ সম্পাদক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান তারা।
বিবৃতিতে বলা হয়, দেশব্যাপী হেফাজতের মৌলবাদী তান্ডবে, রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতি, অগ্নিসংযোগ, নৈরাজ্য সৃষ্টি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ও প্রতিকৃতি ভাঙচুর, সাধারণ মানুষের উপর হত্যাযজ্ঞ চালিয়ে জনমনে আতংক সৃষ্টি করেছে হেফাজতে ইসলাম।
বিবৃতিতে আরো বলা হয়, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিদেশের বিভিন্ন রাষ্ট্রের সাথে দেশের উন্নয়নের বিভিন্ন চুক্তি স্বাক্ষরিত হয়, যা দেশের উন্নয়নকে ত্বরান্বিত করবে। হেফাজতে ইসলাম এই উন্নয়নের অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। জাতির পিতার ভাস্কর্যে আঘাত করে তারা দেশের সার্বভৌমত্ব, উন্নয়ন ও অগ্রগতিকে ধ্বংস করতে চায়। কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এহেন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানায়। এছাড়াও শিক্ষক সমিতি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রæত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে শাস্তির দাবি জানায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।