Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাতকে হুমকির মুখে প্রাচীনতম ঐতিহ্যবাহী চুনশিল্প

ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২১, ৪:০৫ পিএম

ভারত কর্তৃক চুনাপাথর রপ্তানি প্রায় বন্ধ করে দেয়ায় সুনামগঞ্জের ছাতকের প্রাচীনতম ঐতিহ্যবাহী চুনশিল্প পড়েছে হুমকির মুখে। দেশের অতি প্রাচীন চুন ব্যবসা যুগ যুগ ধরে বিভিন্ন প্রতিকূলতা ও ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে এখনো টিকে থাকলেও গ্যাস বিলের কারণে দাড়িয়ে উঠতে পারছে না এখানের প্রায় ২০টি চুন শিল্প কারখানা। একদিকে চুন শিল্প ব্যবসা পড়েছে মারাত্মক হুমকির মুখে অন্যদিকে মড়ার উপর খাঁড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে বাণিজ্যিক হারের গ্যাস বিল। চুন উৎপাদনের কাঁচামাল চুনাপাথর প্রাপ্তিতে সঙ্কট, উৎপাদিত চুন বিপণনে বিভিন্ন প্রতিকূলতার কারণে কোনো কোনো চুন কারখানা বছরখানেক পর্যন্ত বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন মালিকগণ। এক্ষেত্রে সাময়িক বন্ধ থাকা কারখানাগুলো গ্যাস ব্যবহার না করেও ন্যূনতম চার্জের নামে লক্ষ লক্ষ টাকা গ্যাস বিল দিয়ে কারখানা বন্ধ করে দিয়েছেন। এখানে শিল্পহারে গ্যাসবিল পরিশোধের চুক্তি করলেও জালালাবাদ গ্যাস বিল নিতে চাচ্ছে বাণিজ্যিক হারে। দেশের বিভিন্ন অঞ্চলে চুন শিল্পের গ্যাস বিল শিল্প হারে আদায় করা হচ্ছে। কিন্তু জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ ছাতকে শিল্প হার থেকে বাণিজ্যিক হারের গ্যাস বিল দিয়ে যাচ্ছে চুন শিল্প কারখানায়। এ ব্যাপারে উচ্চ আদালতে ছাতক লাইম ইন্ডাস্ট্রিজ ওনারস এসোসিয়েশনের পক্ষে সভাপতি আবদুল মমিন চৌধুরী রিট পিটিশন (নং-৯০৩০/১৯) দায়ের করেন। এর প্রেক্ষিতে ২০২০ সালের ২ ডিসেম্বর রিটের নিষ্পত্তি করে রায় ঘোষণা করা হয়। রায়ের কপি চেয়ারম্যান পেট্রো বাংলা ও জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষকে দেয়া হয়েছে। রায়টি চুন শিল্প কারখানার পক্ষে থাকায় জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ ক্ষুব্ধ হয়ে গত ২৪ মার্চ ছাতকের সীমা লাইম ইন্ডাস্ট্রিজের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এর আগেও আনোয়ারা লাইম ইন্ডাস্ট্রিজ, একতা লাইম ইন্ডাস্ট্রিজের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। গ্রাহকগণ শিল্প হারের গ্যাস বিল পরিশোধ করলেও বাণিজ্যিক হারে হিসেব ধরে বকেয়া বিলের কারণে তাদের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। এতে ছাতকের চুনশিল্পগুলো একে একে ধ্বংস হয়ে যাচ্ছে। চুন উৎপাদন শিল্পের মালিক রাকিব মিয়া চৌধুরী ও ছালিক মিয়া তালুকদার জানান, চুন একটি বহুবিধ কাজে ব্যবহৃত অত্যাবশ্যকীয় রাসায়নিক দ্রব্য। চিনিকল, পেপার মিল, সিমেন্ট কারখানাসহ বিভিন্ন কল-কারখানা, ট্যানারি ও চিংড়ি চাষের ঘের, দালান রংয়ের কাজসহ বিভিন্ন ক্ষেত্রে চুনের ব্যবহার অপরিহার্য। এখানের প্রতিটি চুন শিল্পের সাথে জালালাবাদ গ্যাসের শিল্পহারে গ্যাস বিল প্রদানের চুক্তি রয়েছে। চুন শিল্পটিকে বাঁচিয়ে রাখার স্বার্থে বাণিজ্যিক হারের গ্যাস বিলের পরিবর্তে জালালাবাদ গ্যাসের চুক্তি অনুযায়ী শিল্প হারে বিল পরিশোধের পদ্ধতি চালুর দাবি জানান তারা। অন্যথায় এখানের চুন শিল্পগুলো ধ্বংস হওয়ার সম্ভাবনা দেখছেন শিল্প মালিকরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চুনশিল্প
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ