Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতার লাগামহীন গালমন্দের অডিও ক্লিপ, সামাজিক মাধ্যমে ভাইরাল !

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২১, ৩:১৯ পিএম

সিলেটে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের এক নেতার অশ্রাব্য ভাষায় হীন গালামন্দের একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে ভার্চ্যুয়াল দুনিয়ায়। সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে এখন ছড়িয়ে পড়েছে সর্বত্র। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় উপ-পানি সম্পদ বিষয়ক সম্পাদক জামিল আহমদ এ অডিও ক্লিপের মন্ত্রক। সেই অডি ক্লিপ গত ২৮ মার্চ পোস্ট করা হয় ফেসবুকে। তারপর শেয়ার, কমেন্টসের ঝড় উঠে। স্বেচ্ছাসেবকলীগ নেতা জামিল আহমদ ফোন করেন জনৈক এক যুবককে। দীর্ঘ প্রায় ৪ মিনিট তার সাথে কথা বলেন তিনি। তার পুরো কথা ছিল কুরুচিপূর্ণ, অশ্রাব্যভাষায়, মানহানীকর। ওই যুবকের বাবা আপ্তাব আলীকে ভালো মানুষ বলেলেও তার জন্ম পরিচয় নিয়ে ব্যক্ত করেন হীনকর উক্তি। এমনকি জন্ম পরিচয়ে জড়িয়ে চরিত্রহানী করেন স্থানীয় বারকোট গ্রামের শ্রদ্ধেয় আলেমদের। ওই যুবককে দেখিয়ে দেয়ার হুমকি দেন তিনি। তিনি হেফাজত, মামুনুল হক, বাবুনগরীর বিরুদ্ধে কথা বলেন, কদর্যপূর্ণ ভাষায়, কথার ফাঁকে নিয়ে আসেন মোদীর নামও। শেখ হাসিার বিরুদ্ধে কথা বললে, জিহবা কেটে ফেলার হুমকি দেন। তিনি বলেন, তুই শেখ হাসিনার বিরুদ্ধে লেখছ কেনে (লিখছিস কেন)। ওই যুবক প্রতিউত্তুরে বলেন, তুমি কি দেখাতে পারবে আমি শেখ হাসিনার বিরুদ্ধে কিছু লিখছি। তখন আরোও ক্ষিপ্ত হয়ে অকথ্যভাষায় শুরু করেন গালিগালাজ। যুবককে বলেন তর (তোমার) প্রোপাইলে বঙ্গবন্ধ ছবি লাগালে কেন ? ওই যুবককে হেফাজতের চামচা, সে আফগানিস্তানে ছিল বলে বলেও ব্লগাহীন কথা বলেন বেপরোয়া ভাবে। শেখ হাসিনার বিরুদ্ধে মাতলে (কথা বলা), কোন পোস্ট করলে তর ওই (যুবকের) জিহবা কাটমু বল্ওে হুমকি দেন। এছাড়া ওই যুবক টাউনে যাইতে পারবে না হুশিয়ারী জানান তিনি। ওই যুবকের মায়ের সাথে কুকর্ম করেছেন বলে অপবাদ দেন স্বেচ্ছাসেবক লীগ নেতা জামিল নিজে। এছাড়া ওই যুবককে স্থানীয় ঢাকাদক্ষিণ বাজার চৌমূহনীতে আসার কথা বলে, তাকে দেখিয়ে দেয়ার হুমকি দেন। ওই যুবক ভদ্রভাবে কথা বলার অনুরোধ করলেও আরো ক্ষিপ্ত হয়ে অশালীন ও আপত্তিকর কথা বলেন কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক লীগ নেতা জামিল। সিলেট গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান বলেন, জামিল আহমদ স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির উপ-পানি সম্পদ বিষয়ক সম্পাদক। তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই নেতার কথা সম্বলিত অডিও ক্লিপটি এখনো শুনেননি তিনি।



 

Show all comments
  • Tutul ১ এপ্রিল, ২০২১, ৭:১৪ পিএম says : 0
    Awami league theke ar beshi ki asha kora jai. Leaguer jonmoito holo gonotontro bihin churi, dakati, humki dhorson at vinno rokom opokormo kore. Kono vodro shokhito gani manush league korte parena
    Total Reply(0) Reply
  • Jalal sheikh ১ এপ্রিল, ২০২১, ১১:৪৯ পিএম says : 0
    Prime ministers man
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ