Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক টেলিফিল্মে পাঁচ সঙ্গীতশিল্পী অভিনয় করলেন

প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : এবারই প্রথম একসঙ্গে একই টেলিফিল্মে অভিনয় করছেন পাঁচ সঙ্গীতশিল্পী ডলি সায়ন্তনী, আগুন, মেহরাব, সিঁথি সাহা ও পড়শী। আগুন, মেহরাব, সিঁথি ও পড়শী এর আগে অভিনয় করলেও এবারই প্রথম অভিনয় করছেন ডলি সায়ন্তনী। অভিনয় করা প্রসঙ্গে ডলি সায়ন্তনী বলেন, ‘এর আগেও অভিনয়ে আমার প্রস্তাব এসেছিলো। কিন্তু অভিনয়ে আগ্রহ জন্মায়নি, তাই করা হয়ে উঠেনি। এবার যখন শুভ্র দাদা’র মাধ্যমে প্রস্তাবটি আসে তখন সম্মতি দেই। সব মিলিয়ে এক মিশ্র অনুভূতি যা ভাষায় প্রকাশ করতে পারছি না। দর্শকের কেমন লাগবে জানি না ’ আরিফ খানের নির্দেশনায় ফারিয়া হোসেনের রচনায় পাঁচ সঙ্গীতশিল্পী ‘শ্রাবণ এসেছিলো গান হয়ে’ টেলিফিল্মে অভিনয় করছেন। এতে আগুনের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন ডলি সায়ন্তনী পলিরূপে। পলির ছোট বোন মলি চরিত্রে অভিনয় করছেন পড়শী। তিথি চরিত্রে অভিনয় করছেন সিঁথি, মিশুক চরিত্রে মেহরাব এবং সীমান্ত চরিত্রে অভিনয় করছেন শুভ্র দেব। এতে শাহেদ চরিত্রে আগুন অভিনয় করছেন। আগুন বলেন, ‘ফারিয়া আপার গল্প বলার ধরণটা আমার কাছে খুব ভালোলেগেছে। অভিনয় করতে এসে কণ্ঠশিল্পীদের পেয়ে বেশ ভালোলেগেছে আমার। দর্শকের কাছে ভালোলাগার মতো একটি টেলিফিল্ম হবে এটি।’ মেহরাব বলেন, ‘এর আগে আমি অভিনয় করেছি। কিন্তু সেটা খুব উল্লেখ করার মতো নয়। তবে এবারের কাজটি আশা করি ভালো কিছু হবে।’ সিঁথি সাহা বলেন, ‘এর আগে হুমায়ূন স্যারসহ আরো বেশ ক’জন নির্মাতার নির্দেশনায় কাজ করেছি। আরিফ ভাইয়ের  টেলিফিল্মের গল্পটা খুব ভালোলেগেছে।’ পড়শী বলেন, ‘আমি সিনেমায় অভিনয় করেছি। তবে ছোটবেলাতেও অভিনয় করেছি। এ নাটকে আমি ও মেহরাব ভাই জুটি হয়ে অভিনয় করেছি। যেহেতু সঙ্গীতশিল্পী, তাই অভিনয়টা আমার কাছে কঠিনই। কিন্তু আরিফ ভাই খুব সহযোগিতা করছেন।’ আরিফ খান জানান আসছে ঈদে এনটিভিতে প্রচার হবে ‘শ্রাবণ এসেছিলো গান হয়ে’ টেলিফিল্মটি। এদিকে এরইমধ্যে এই টেলিফিল্মে অভিনয়ের কাজ শেষ করে আমেরিকা গেছেন শুভ্র দেব।  



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এক টেলিফিল্মে পাঁচ সঙ্গীতশিল্পী অভিনয় করলেন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ