পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির টিকা নেওয়ার প্রায় দুই মাস পরে করোনায় আক্রান্ত হয়েছেন । গত মঙ্গলবার (৩০ মার্চ) জাতীয় সংসদ সচিবালয়ে নমুনা দিয়ে আসার পর বুধবার (৩১ মার্চ) দুপুরে তিনি করোনা পজিটিভ রিপোর্ট পান।
গত ৭ ফেব্রুয়ারি প্রথম মেয়াদে তিনি করোনার টিকা নিয়ে তার নির্বাচনী এলাকায় (সুজানগর ও আমিনপুর) টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে তিনি সুস্থ বলে জানিয়েছেন। বর্তমানে বাসায় আইসোলেশনে আছেন।
এর আগে মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগদান করেছিলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম রোস্তম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আহমেদ ফিরোজ কবির উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক, পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফরুক প্রিন্স, পাবনা-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস, কুষ্টিয়া-১ আসনের সাংসদ সরওয়ার জাহান, কুষ্টিয়া-৪ আসনের সাংসদ সেলিম আলতাফ, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।