Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছিনতাই হওয়া ওষুধসহ গ্রেফতার ৪

রাজশাহী ব্যুরো : | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২১, ১২:০১ এএম

রাজশাহী মহানগরীর লক্ষীপুর ভাটাপাড়া থেকে ছিনতাই হওয়া ওষুধের আংশিক জব্দ এবং চারজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে রাজপাড়া থানা পুলিশ।

আরএমপির মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস সাংবাদিকদের জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় সিসিটিভি ফুটেজে প্রদর্শিত অটোরিকশা চালকসহ তিন ছিনতাইকারীকে শনাক্ত করে গত মঙ্গলবার দুপুর ২টায় অটোরিকশা চালক আসামি রেজাউল করিমকে বহরমপুর হতে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যে, ছিনতাকারী কার্তিক চন্দ্র সাহাকে নগরীর বড়বনগ্রাম, শিমুল হোসেনকে নাটোরের হুগলবাড়ীয়া ও সমীর উদ্দিনকে নাটোরের বাড়ী হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে ছিনতাইকৃত ওষুধের মধ্যে প্রায় ৪০ হাজার টাকার ওষুধ এবং ছিনতাইয়ে ব্যবহৃত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ২১ মার্চ সোয়া ২টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার মেহেদী হাসান (২৮) প্রায় ১ লাখ ৭০ হাজার টাকার ওষুধ তিনটি কার্টুনে করে চাঁপাইনবাবগঞ্জ নিয়ে যাওয়ার জন্য অটোরিকশায় উঠলে নগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া থেকে পূর্বপরিকল্পনা মাফিক অটোরিকশা চালকসহ আরো তিনজন তার কাছ থেকে ওষুধ ছিনতাই করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওষুধসহ গ্রেফতার ৪
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ