Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তুরস্কের ব্যাংকগুলোর দু’মাসে ১৩০ কোটি ডলার মুনাফা

৭১ শরণার্থীকে উদ্ধার করেছে তুর্কি কোস্ট গার্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

চলতি বছরের প্রথম দুই মাসে তুরস্কের ব্যাংকগুলো ১৩০ কোটি ডলার নিট মুনাফা করেছে। গত সোমবার দেশটির ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড সুপারভিশন এজেন্সি (বিডিডিকে) এ তথ্য জানিয়েছে। গত বছরের একই সময়ে ব্যাংকগুলোর নিট মুনাফার পরিমাণ ছিল ২৪০ কোটি ডলার। ফেব্রুয়ারি শেষে ব্যাংক খাতের মোট সম্পদের পরিমাণ ছিল ৮৩ হাজার ১৫০ কোটি ডলার। গত বছরের তুলনায় এটি ১৭ শতাংশ বেশি। অপরদিকে, গ্রিক কোস্ট গার্ডের ফেরত পাঠানো ৭১ শরণার্থীকে এজিয়ান সাগরে তুরস্কের নিয়ন্ত্রণাধীন পানিসীমা থেকে উদ্ধার করেছে তুর্কি কোস্ট গার্ড। মঙ্গলবার সকালে নিরাপত্তা বাহিনীর এক স‚ত্র এই তথ্য জানায়। গণমাধ্যমে কথা বলায় বিধিনিষেধের পরিপ্রেক্ষিতে নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি জানায়, ইজমির প্রদেশে চেশমে জেলার উপকূলে গ্রিক কোস্ট গার্ডের ফেরত পাঠানো ২৮ শরণার্থী অসহায় অবস্থায় পৌঁছালে তাদের উদ্ধার করে তুর্কি কোস্ট গার্ড। অন্যদিকে ২৪ শরণার্থীর অপর একটি দল ইজমির প্রদেশের দিকিলি জেলার উপকূল থেকে উদ্ধার করা হয়। গ্রিক কোস্ট গার্ড এই শরণার্থীদের রাবার বোটের ইঞ্জিন ভেঙ্গে দিয়েছিল। পরে দিকিলির উপকূল থেকে আরো ১৯ জনকে উদ্ধার করা হয়। শরণার্থীদের সাথে নারী ও শিশুও রয়েছে। উদ্ধার শরণার্থীদের সবাইকে প্রাদেশিক অভিবাসন কার্যালয়ে পাঠানো হয়েছে। যুদ্ধ ও নিপীড়ন থেকে পালিয়ে নতুন জীবন শুরু করতে শরণার্থীরা প্রধানত তুরস্ক হয়ে ইউরোপ যাচ্ছেন। আনাদোলু এজেন্সি।



 

Show all comments
  • মোঃ নাজমুল ইসলাম ১ এপ্রিল, ২০২১, ১:০৯ এএম says : 0
    আলহামদুলিল্লাহ ভালো খবর।
    Total Reply(0) Reply
  • রফিকুল ইসলাম ১ এপ্রিল, ২০২১, ১:০৯ এএম says : 0
    তুরস্ক এগিয়ে যাক, এরদোগান সফল হোক।
    Total Reply(0) Reply
  • রুবি আক্তার ১ এপ্রিল, ২০২১, ১:০৯ এএম says : 0
    তুরস্কের জন্য শূভকামনা রইলো।
    Total Reply(0) Reply
  • বদরুল সজিব ১ এপ্রিল, ২০২১, ১:১১ এএম says : 0
    এরদোগান সব দিকে এগিয়ে যাক সেই প্রত্যাশা।
    Total Reply(0) Reply
  • Reazul Hossain ১ এপ্রিল, ২০২১, ৯:৪৪ এএম says : 0
    দেশে যোগ্য নেতৃত্ব থাকলে দেশ এভাবেই এগিয়ে যায়
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ