Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বাদীকে প্রাণনাশের হুমকির অভিযোগ

প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা

সুন্দরগঞ্জে আদালতের আদেশ অমান্য করে বাদিকে হুমকি দেয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন গৃহবধূ নাছিমা। জানা গেছে, উপজেলার দেওডোবা গ্রামের শাখের আলীর কন্যা নাছিমা বেগমের সাথে প্রতিবেশী মোসলেম উদ্দিনের পুত্র আবুল কালামের গত ৪ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে কালাম যৌতুকের দাবিতে স্ত্রীর ওপর চাপ সৃষ্টিসহ শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। একপর্যায়ে স্ত্রীকে বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। সেখানে অবস্থানকালে গত ১ জানুয়ারি ২০১৪ নাছিমা একটি কন্যা সন্তানের জন্ম দেন। সন্তান জন্মের পর থেকে স্বামী আবুল কালাম স্ত্রীর কোনো খোঁজখবর না নেয়ায় স্ত্রী নাছিমা বেগম গত ১৪ এপ্রিল ১৫ আদালতে স্বামীকে বিবাদি করে ভরণপোষণ দাবি করে মোকদ্দমা দায়ের করেন। মোকদ্দমাটি দীর্ঘ শুনানির পর ১৮ মে, ’১৬ বাদির দাবির সপক্ষে ডিক্রি হলেও বিবাদি কোর্টের আদেশ অমান্য করে আসাসহ বাদিকে জীবননাশের হুমকি দিচ্ছে। এতে করে বাদি শিশু কন্যাসন্তান নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাদীকে প্রাণনাশের হুমকির অভিযোগ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ