Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৯১ বছর, অবসরে যেতে চান না পুলিশ কর্মকর্তা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

বেশিরভাগ দেশেই বয়স ৬০ বছর হলে পোশাক তুলে রাখেন পুলিশ কর্মকর্তা। তবে ক্ষেত্রে বিশেষে কেউ কেউ ৬৫ বছর বয়স পর্যন্তও চাকরি করেন। কিন্তু ৫৬ বছর ধরে পুলিশের চাকরি করে যাচ্ছেন এলসি ‘বাকশট’ স্মিথ। চাকরি থেকে অবসর নেয়ার নির্ধারিত সময় ৬০ বছর বয়স পেরিয়ে যাওয়ার পরও ৩০ বছর ধরে কাজ করে যাচ্ছেন। স্মিথের বয়স এখন ৯১ বছর কিন্তু তিনি এখনও পুলিশে কাজ করে যাচ্ছেন। আর অবসরে যাওয়ার কোনও পরিকল্পনাও নেই তার। যুক্তরাষ্ট্রের আরকানশাসের বাসিন্দা স্মিথ। যেখানে একজন ডেপুটি শেরিফ হিসেবে ৪৬ বছর দায়িত্ব পালনের পর এক অবসর নেন তিনি। কিন্তু অবসর নেয়ার কয়েকদিন পর তিনি বুঝতে পারেন যে, সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারবেন না তিনি। কয়েক মাস পর তিনি আবারও পুলিশে যোগ দেন এবং নিজের হোমটাউন ক্যামডেনে একজন অফিসার হিসেবে কাজ শুরু করেন। আগামী মে মাসে ৯২তম জন্মদিন উদযাপন করবেন স্মিথ। কখন অবসর নেবেন, এমন প্রশ্নের জবাবে স্মিথের উত্তর ‘যখন ঈশ্বর চাইবেন’। পুলিশের চাকরির প্রতি আকর্ষণ থেকে ১৯৬০-র দশকে এই পেশায় যোগ দেন স্মিথ। এরপর থেকেই একজন নিবেদিত ও পরিশ্রমী সদস্য হিসেবে কাজ করে যাচ্ছেন তিনি। সারাদিনের ক্লান্তি শেষে সুযোগ পেলেই চার্চে যান এই পুলিশ কর্মকর্তা। সিবিএস নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ