Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৮৫ শতাংশ ভ্যাকসিন দিতে ব্যর্থ হচ্ছে অস্ট্রেলিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

অস্ট্রেলিয়া ৩১ মার্চের মধ্যে ৪০ লাখ কভিড ভ্যাকসিন সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও তা প‚রণে ঘাটতি তৈরি হয়েছে। এখনো ৩০ লাখ ৪০ হাজার ডোজ দেওয়া হয়নি। দেশটির ব্রিসবেন শহরে আবারও লকডাউন ঘোষণার দুইদিন পর লক্ষ্যমাত্রার ৮৫ শতাংশ ঘাটতির বিষয়টি সামনে আসে। এরপর থেকে সরকারের ভ্যাকসিন কার্যক্রম নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। বুধবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট জানিয়েছেন,দেশটিতে গতদিনে ৭২ হাজার ৮২৬ জনকে টিকা দেওয়া হয়েছে। এতে করে মোট টিকা নেওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৭০ হাজারে। তবে স্বাস্থ্যকর্মীদের এখনো কেন টিকা দেওয়া হয়নি সে বিষয়ে জানা যায়নি। তবে গেলো জানুয়ারিতে প্রধানমন্ত্রী স্কট মরিসন মার্চ মাসের মধ্যে ৪০ লাখ মানুষকে টিকা দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছিলেন। তারপর চলতি মাসের শুরুতে ভ্যাকসিনের লক্ষ্যমাত্রার সময় মার্চ থেকে বাড়িয়ে এপ্রিল করা হয়। এছাড়াও অক্টোবরের মধ্যে দেশটির প্রত্যেক নাগরিককে পুরোপুরি টিকা দেয়ার প্রতিশ্রুতিও বাতিল করে সরকার। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ