মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
এক ইঞ্চি জমিও
ইনকিলাব ডেস্ক : লাদাখে ভারতীয় ভূখন্ডে ঢুকে পড়েছিল চীনের সেনাবাহিনী। কংগ্রেসসহ একাধিক বিরোধী দল এমনটাই অভিযোগ করেছিল। কিন্তু সেই দাবি উড়িয়ে দিলেন ভারতের সেনাপ্রধান এম এম নারাভানে। প‚র্ব লাদাখে চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনা থাকলেও নিজেদের ভ‚খন্ডের এক ইঞ্চিও চীনকে ছাড়েনি ভারত। সীমান্তের কোনও অংশ থেকেও পিছিয়ে আসেনি ভারত। আগেও যেখানে ছিলাম, এখনও সেখানেই রয়েছি। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন ভারতীয় সেনাপ্রধান। গত বছরের জুন মাসে ভারত-চীনের মধ্যে সীমান্ত উত্তেজনা চরমে ওঠে। গালওয়ানে এক অস্থায়ী চৌকি সরানোকে কেন্দ্রে করে ভারত ও চীনা সেনাদের সংঘর্ষে ২০ ভারতীয় সেনাসদস্য নিহত হয়। দ্য হিন্দু।
নির্বাচনে জিততে
ইনকিলাব ডেস্ক : পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের সঙ্গে সম্পর্কযুক্ত করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিষয়ে শিবসেনা বলেছে, প্রধানমন্ত্রী নির্বাচনে জেতার জন্য যেকোনো কিছু করবেন। মুম্বাইয়ে শিবসেনারা তাদের মুখপত্র ‘সামনা’কে বলেছে, প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচনকে খুবই ‘প্রেস্টিজিয়াস’ করেছেন। জেতার জন্য তারা যেকোনো কিছু করতে প্রস্তুত। সংক্ষিপ্ত এ খবরটি প্রকাশ করেছে ভারতের অনলাইন টাইমস অব ইন্ডিয়া। টিওআই।
রাশিয়ায় ৩য় ঢেউ
ইনকিলাব ডেস্ক : রাশিয়ার একজন স্বাস্থ্য কর্মকর্তা বলেছেন সেখানে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ শুরু হয়েছে। মহামারি শুরুর পর থেকে সেখানে কমপক্ষে ৪৫ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। গত সপ্তাহে প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন প্রত্যাশা করেছেন যে, রাশিয়া ‘হার্ড ইমিউনিটি’তে পৌঁছে যাবে এবং গ্রীষ্ম শেষ হওয়ার আগেই বিধিনিষেধ প্রত্যাহার করবেন। এরই মধ্যে কিছু এলাকায় বিধিনিষেধ শিথিল করা হয়েছে। কিন্তু স্বাস্থ্য বিষয়ক উপমন্ত্রী তাতিয়ানা সেমিওনোভাকে উদ্ধৃত করে বার্তা সংস্থা তাস বলছে, দুর্ভাগ্যজনকভাবে সংক্রমণের হার এবং এই রোগের আগ্রাসন রাশিয়ায় করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ শুরু হয়েছে। স্পুটনিক।
লকডাউন
ইনকিলাব ডেস্ক : প্রতিদিন নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির প্রেক্ষিতে সারাদেশে প‚র্ণাঙ্গ লকডাউন দেয়ার আহ্বান জানিয়েছেন কাতারের স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তা আহমেদ আল মোহাম্মদ। তিনি হামাদ মেডিকেল করপোরেশনের আইসিইউ-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সোমবার তিনি বলেছেন, প্রথম দফা সংক্রমণ বা প্রথম ঢেউয়ের পর কাতারে করোনা সংক্রমণ উচ্চ পর্যায়ে দেখা যাচ্ছে। নতুন সংক্রমিতের মধ্যে বহু শিশু আছে, যাদের বয়স ১৪ বছরের নিচে। আল-জাজিরা।
ভাবতে বাধ্য করবে
ইনকিলাব ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরান ও চীনের মধ্যে স¤প্রতি সই হওয়া কৌশলগত চুক্তি পশ্চিমাদেরকে পররাষ্ট্রনীতি নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করবে। একথা বলেছেন চীনের রাজনৈতিক, সাংস্কৃতিক ও ইতিহাস বিশ্লেষক কার্ল ঝা। ইরান ও চীনের মধ্যকার চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, “আমি মনে করি ইরান ও চীনের মধ্যে সই হওয়া ঐতিহাসিক অংশীদারিত্ব চুক্তি পশ্চিমা এলিটদের পররাষ্ট্রনীতি পুনর্ম‚ল্যায়ন করতে বাধ্য করবে। ইরানের প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। শিনহুয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।