Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অক্টোবরে মুক্তি পাবে ক্লিন্ট ইস্টউডের ‘ক্রাই মাচো’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

হলিউডের জীবন্ত কিংবদন্তী ক্লিন্ট ইস্টউডকে আগামীতে দেখা যাবে ‘ক্রাই মাচো’ ফিল্মে। ২২ অক্টোবর ফিল্মটি মুক্তি পাবে। ওয়ার্নার ব্রাদার্সের ফিল্মটি পরিচালনা করেছেন ইস্টউড নিজে। তিনি নিজেই এতে অভিনয় করেছেন। জানা গেছে চলচ্চিত্রটি একই সঙ্গে স্ট্রিমার আর থিয়েটারে মুক্তি পাবে। ওয়েস্টার্ন ড্রামা ধারার ফিল্মটিতে ইস্টউড এক প্রাক্তন রোডিও তারকা এবং দেউলিয়া ঘোড়া প্রজননকারীর ভূমিকায় অভিনয় করেছেন। সে ১৯৭৮ সালে তারও এক কর্মীর অধীনে চাকরি নেয় যার দায়িত্ব পড়ে এক কিশোরকে তার নেশাগ্রস্ত মায়ের কাছ থেকে উদ্ধার করা। প্রত্যন্ত মেক্সিকোর গ্রাম থেকে টেক্সাসে ফেরার পথে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং সে কিশোরকে শেখাতে সক্ষম হয় একজন ভাল মানুষের অর্থ কী। এন রিচার্ড ন্যাশের উপন্যাস অবলম্বনে নির্মিত ফিল্মটিতে আরও অভিনয় করেছেন এডুয়ার্ডো মিনে এবং ডুইট ইয়োকাম। ইস্টউড অ্যালবার্ট এস. রুডি, টিম মুর এবং জেসিকা মায়ারের সঙ্গে ‘ক্রাই মাচো’ প্রযোজনা করেছেন। ‘ক্রাই মাচো’ প্যারামাউন্টের ‘স্নেক আইজ’ এবং এডগার রাইট পরিচালিত ‘লাস্ট নাইট ইন সোহো’র সঙ্গে একই দিন মুক্তি পাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ক্রাই মাচো
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ