প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
ভারতীয় টেলিভিশনের বেশ কয়েকটি বাংলা ধারাবাহিক যাত্রা শেষ করবার প্রক্রিয়ায় আছে। এর মধ্যে শার্লি মোদক, রাহুল মজুমদার এবং ফারহান ইমরোজ অভিনীত ‘ভাগ্যলক্ষ্মী’ শেষ হয়ে গেছে। শেষ হতে যাচ্ছে আরেক দর্শকপ্রিয় ধারাবাহিক ‘আলো ছায়া’। বলাই বাহুল্য সিরিয়ালটি শেষ হবার খবরে ইউনিটের সদস্যরা বেশ মনঃক্ষুণ্ণ হয়ে পড়েছে। জানা গেছে ৩১ মার্চ সিরিয়ালটির শিল্পী কুশলীরা শেষবার শুটিংয়ে অংশ নেবে দুই জ্ঞাতি বোনের গল্প ‘আলো ছায়া’; এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন দেবাদৃতা বসু, ঐন্দ্রিলা বোস এবং অর্ণব ব্যানার্জি। এতে আরও অভিনয় করেছেন ইপসিতা মুখার্জি, দোলন রায়, অলোকানন্দ গুহ, এলফিনা মুখার্জি, কৌশিক দাশ, সৌভিক ব্যানার্জি এবং অন্যরা। দুই শিশুকে নিয়ে ধারাবাহিকটির কাহিনী শুরু হয়। একটি দুর্ঘটনার পর ছোট আলো তার বাবামায়ের থেকে আলাদা হয়ে যায় তার মাসী মৈত্রেয়ী অধিকারীর (খালা) বাড়িতে আশ্রিত হিসেবে থাকে, যার নিজের কন্যা ছায়া আলোর চেয়ে একেবারে আলাদা। ছায়া যেখানে উচ্ছল সেখানে আলো শান্ত ও পড়ুয়া। ছায়ার বাবা অলোকেন্দু আলোকে ছায়ার পরিচয়ে পরীক্ষা দেওয়ার একটি উপায় বের করে। এভাবেই তারা কলেজে ওঠে। প্রথম দিকে হিয়া দে আলোর ভূমিকায় আর স্মৃতি সিং ছায়ার ভূমিকায় অভিনয় করে। পরে ৭ বছর টাইম লিপের পর দেবাদৃতা আর ঐন্দ্রিলা যথাক্রমে আলো ও ছায়ার ভূমিকায় অভিনয় করেন শেষ পর্যন্ত।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।