Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইজিবাইক চাপায় শিশু নিহত

প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নেত্রকোনা জেলা সংবাদদাতা

নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার বড়তলী বানিহারী ইউনিয়নের বসন্তিয়া নামক স্থানে গতকাল বুধবার সকালে ইজিবাইকের চাপায় মারুফা আক্তার (৪) নামক এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, বসন্তিয়া গ্রামের ফারুক মিয়ার কন্যা মারুফা আক্তার সকালে বাড়ীর সামনে অন্যান্য শিশুদের সাথে খেলা করছিল। এ সময় মোহনগঞ্জ থেকে ঝিমটি বাজারগামী একটি দ্রুত গতির ইজিবাইক তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মারুফা মৃত্যু হয়। এ ব্যাপারে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মেজবাহ্ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইজিবাইক চাপায় শিশু নিহত

৮ সেপ্টেম্বর, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ