Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাইড শেয়ারিং-এ দুই সপ্তাহের নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২১, ৬:৫২ পিএম

করোনা ভাইরাস নিয়ন্ত্রণের জন্য আগামী দুই সপ্তাহ মোটরসাইকেলে রাইড শেয়ারিং সার্ভিস বন্ধ করার নির্দেশ দিয়েছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বুধবার বিআরটিএ’র উপপরিচালক (প্রকৌশল শাখা) বিমলেন্দু চাকমা স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, করোনা সংক্রমণ ঠেকাতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত (আপাতত দুই সপ্তাহ) রাইড শেয়ারিং সার্ভিসে মোটরসাইকেলে যাত্রী পরিবহন করা যাবে না।

সরকারের ১৮ দফা নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে বিআরটিএ।

এর আগে করোনার সংক্রমণ রোধে সরকার নতুন করে ১৮টি নির্দেশনা দিয়েছে। এর আলোকে গণপরিবহনে ৫০ শতাংশ সিট খালি রেখে যাত্রী পরিবহনের নির্দেশনা বাস্তবায়ন করা হয়েছে। পাশাপাশি ট্রেনে ও লঞ্চে অর্ধেক যাত্রী বহন করার নির্দেশনা দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ