Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

চট্টগ্রামে বিএনপির ১১ নেতাকর্মী রিমান্ডে

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২১, ৬:৩১ পিএম

বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ১১ নেতাকর্মীকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তবে মহানগর মহিলা দলের নেত্রী মনোয়ারা বেগম মনিসহ পাঁচ নারী নেত্রীর রিমান্ড আবেদন নামঞ্জুর করেন আদালত। গতকাল অতিরিক্ত মহানগর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করা হয়।

রিমান্ডপ্রাপ্তরা হলেন- মারুফুল হক (৪০), মো. ফিরোজ (৩৪), তারেক আজিজ (২৪), আবু বক্কর সিদ্দিক (৩৫), সাঈদ তানজিম মাহমুদ (২০), আব্দুর রহিম ওরফে মিনার রহিম (২২), আলী আকবর হোসেন (১৯), লিটন (২২), হায়দার হোসেন (৪১), সাকিব হোসেন (১৯) ও কিং মোতালেব (৪২)।

নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন জানান, সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় ১৬ আসামিকে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে আদালত ১১ পুরুষ আসামিকে একদিনের রিমান্ড মঞ্জুর এবং ৫ নারী আসামির রিমান্ড নামঞ্জুর করেছেন।

সোমবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর কাজির দেউড়িতে বিক্ষোভ সমাবেশ করে বিএনপি। একপর্যায়ে পুলিশের সাথে সংঘর্ষে পুলিশসহ অর্ধশত আহত হয়। এ ঘটনায় গ্রেফতার করা হয় নগর বিএনপির আহ্বায়কসহ ১৬ জনকে। পুলিশ বাদী হয়ে নেতাকর্মীদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্রগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ