Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপি নেতা শাহাদাত হোসেনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২১, ৬:১৪ পিএম

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনকে চাঁদাবাজির মামলায় জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। বুধবার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

ডা. শাহাদাত হোসেনের আইনজীবী এনামুল হক বলেন, চকবাজার থানায় চাঁদাবাজি ও অপহরণের অভিযোগে মামলায় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে আদালত তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে।

অপর আইনজীবী অ্যাডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদ জানান, চাঁদাবাজি, অপহরণের এ মামলায় ডা. শাহাদাত হোসেনসহ আরও একজনকে আসামি করা হয়। অথচ তিনি দীর্ঘদিন থেকে সউদি আরবে রয়েছেন। আমরা এসব তথ্য আদালতের সামনে উপস্থাপন করেছি।

গত সোমবার সন্ধ্যায় নগরীর প্রবর্তক এলাকায় ট্রিটমেন্ট হাসপাতালের ব্যক্তিগত চেম্বার থেকে পুলিশ ডা. শাহাদাত হোসেনকে গ্রেফতার করে। তার কয়েক ঘণ্টা আগে নগরীর চকবাজার থানায় নগর বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক লুসি খান ডা. শাহাদাতের বিরুদ্ধে কোটি টাকা চাঁদাবাজি ও অপহরণের অভিযোগ এনে মামলাটি দায়ের করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্রগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ