Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে করোনায় মৃত্যু ২, আক্রান্ত নতুন করে আরো ৬১ জন

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২১, ৫:৩০ পিএম

সিলেটেও নতুন স্ট্রেইন শনাক্ত হয়েছে যুক্তরাজ্যে করোনার। এ সংবাদে আতঙ্ক ও শঙ্কা বিরাজ করছে সিলেট জুড়ে। করোনার আক্রান্ত রোগীর সংখ্যা সিলেটে বাড়ছে অবিরত। গত ২৪ ঘন্টায় সিলেটে করোনাক্রান্ত হয়েছেন আরও ৬১জন, সুস্থ হয়ে উঠেছেন ২৭ জন। একই সময়ে করোনাক্রান্তে মারা গেছেন ২জন। আজ বুধবার (৩১ মার্চ) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে জানানো হয় এ তথ্য। নতুন করে আক্রান্ত ৬১জনকে নিয়ে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৯১ জন। এরমধ্যে সিলেট ১০ হাজার ৭০৮ , সুনামগঞ্জে ২ হাজার ৫৯৪, হবিগঞ্জ ২ হাজার ৫০ ও মৌলভীবাজারে ২ হাজার ৩৯ জন। নতুন করে সুস্থ হওয়া ২৭জনই সিলেটের বাসিন্দ। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা ১৬ হাজার ১২৫ জন। এরমধ্যে সিলেট ৯ হাজার ৯৭৫, সুনামগঞ্জে ২ হাজার ৫৩২ , হবিগঞ্জ ১ হাজার ৬৯৫ ও মৌলভীবাজারে ১ হাজার ৯২৩ জন। এদিকে গত ২৪ ঘন্টায় মারা যাওয়া দুজনের মধ্যে ১ জন সিলেট ও অপরজনের বাড়ি মৌলভীবাজারে। এনিয়ে সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত রোগীর সংখ্যা ২৮৫ জনে। এদিকে বুধবার সকাল আটটা পর্যন্ত সিলেট করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীর সংখ্যা এখন ২৮৫ জন। এরমধ্যে সিলেট ২১৯ , সুনামগঞ্জে ২৬ , হবিগঞ্জে ১৬ এবং মৌলভীবাজারের ২৪ জন। সিলেট বিভাগে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১০৩ জন করোনা আক্রান্ত রোগী। এরমধ্যে চিকিৎসা নিচ্ছেন ৯৬ জনই সিলেটের বিভিন্ন হাসপাতালে, হবিগঞ্জে ১জন, সুনামগঞ্জের ২ জন ও মৌলভীবাজারের ৪ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে ৩ জনকে। সকলেই সিলেটের বাসিন্দা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ