বাড়াবাড়ি ও ছাড়াছাড়ির কবলে শবে বরাত-৩
সুনানে ইবনে মাজায় বর্ণিত হয়েছে : হযরত আলী ইবনে আবু তালেব (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ
আমের ইবনে আবি মূসা থেকে আবু বুরদাহ সূত্রে ইমাম বুখারী বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমাকে আব্দুল্লাহ ইবনে ওমর বলেছেন, তোমর কি জানা আছে যে, আমার বাবা তোমার বাবাকে কি বলেছিলেন? আমের বললেন, না। তিনি বললেন, আমার বাবা ওমর তোমার বাবা আবু মূসাকে বলেছিলেন, তুমি কি এটা পছন্দ কর যে, আমরা রাসূল (সা.) এর ওপর ঈমান এনেছি, তার সাথে হিজরত করেছি, তার দরবারে প্রতিদিন উপস্থিত হয়েছি এবং তার সাথে থেকে সর্ববিধ কাজে জড়িত রয়েছি। এসব কিছুই যথাযথভাবে বহাল থাকবে এবং তার পরবর্তীকালে আমরা যা কিছু করছি, তা থেকে উক্ত আমলের বদৌলতে নাজাত পেয়ে যাব ও পরবর্তী আমাদের ভালো আমল ও খারাপ আমল সমানে সমান হয়ে যবে?
তদুত্তরে তোমার বাবা আমার বাবাকে বললেন, না। আল্লাহর কসম, তা পছন্দ করি না। আমরা রাসূল (সা.) এর পরে জিহাদ করেছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, তদুপরি অন্যান্য বহুবিধ পুণ্য কাজ করেছি, আমাদের হাতে বহু লোক ইসলামগ্রহণ করেছে, আমরা এসব কাজের বিনিময় লাভের আশা করছি।
তদুত্তরে আমার বাবা বললেন, আল্লাহর কসম, আমি তো এটাই পছন্দ করি যে, রাসূল (সা.) এর সময়কার আমাদের আমল বহাল থাক এবং আমাদের পরবর্তী আমল থেকে আমরা যেন পুরোপুরি রেহাই পাই। আমের বলেন, তখন আমি বললাম, খোদার কসম, তোমার বাবা আমার বাবা থেকে উত্তম ছিলেন।
ইমাম গাযযালী (রহ.) বর্ণনা করেন যে, হযরত ওমর (রা.) একদিন বললেন, যদি ঘোষণা করা হয় যে, সব মানুষকেই জাহান্নামে প্রবিষ্ট করা হবে শুধু একজন ছাড়া, তা হলেও আমি আশা করব যে, সেই মানুষটি আমি হব। তেমনি যদি ঘোষণা করা হয় যে, এক ব্যক্তি ছাড়া সবাইকে জান্নাতে নেয়া হবে, তাহলেও আমার আশংকা থাকবে যে, সেই ব্যক্তিটি হয়ত আমিই।
ইমাম গাযযালী (রহ.) অন্য এক জায়গায় বলেন, হযরত ওমর (রা.) বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, সে তার ক্রোধের কাছেও ঘেঁষবে না। তেমনি যে ব্যক্তি আল্লাহ থেকে তাকওয়া অনুসরণ করবে, সে যা মন চায় তা করতে পারে না। যদি কেয়ামতের দিন বলতে কিছু না হতো, তাহলে তুমি যা কিছু দেখছ তার বিপরীত অবস্থা দেখতে পেতে।
আবু তামীম জায়শানী থেকে আহমদ ইবনে হাম্বল বর্ণনা করেন যে, তিনি ওমর (রা.)-কে বলতে শুনেছেন, আমি রাসূলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি যে, তোমরা যদি আল্লাহর ওপর পুরোপুরি ভরসা কর, তাহলে তিনি যেভাবে পাখীদের রিযিক দান করেন, সেভাবে তোমাদেরও দান করবেন। পাখীরা সকালে খালি পেটে বের হয়ে যায় ও সন্ধ্যাবেলা ভরা পেটে ঘরে ফেরে।
সারগ্-এর ঘটনা প্রসংগে ইমাম মালেক বর্ণনা করেন যে, মহামারির কারণে যখন হযরত ফারুকে আযম সিরিয়া না গিয়ে ফিরে আসার সিদ্ধান্ত নিলেন, তখন আবু উবায়দা (রা.) বললেন, আপনি কি তাকদীর থেকে পালাতে চাচ্ছেন?
তিনি জবাবে বললেন, হে আবু উবায়দা, এ প্রশ্নটি তুমি ছাড়া অন্য কেউ করলে মানাত। হ্যাঁ, আমি আল্লাহর তাকদীর থেকে আল্লাহর তাকদীরের দিকেই পালাচ্ছি। তোমার কি জানা নেই যে, তুমি যদি তোমার উট নিয়ে কোনো উপত্যকায় যাও, যার একদিকে সবুজ ঘাসপাতা ও অন্যদিকে শুষ্ক মরু, তখন যদি তুমি তোমার উট ঘাসপাতার ময়দানে চরাও, সেটাও হবে তাকদীর এবং যদি শুষ্ক মরুতে চরাও সেটাও হবে তাকদীর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।