Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ক্ষমা ও বরকত লাভের ঐশী রজনী শবে বরাত

কাগতিয়া দরবারে মাহফিলে ছৈয়্যদ মুনির উল্লাহ্ আহমাদী

প্রেস বিজ্ঞপ্তি : | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২১, ১২:০০ এএম

 মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এবাদতের জন্য। শবে বরাত এমন এক রজনী যা ফরজ এবাদতের পাশাপাশি নফল এবাদতের মহাআয়োজন। এতদাঞ্চলে আউলিয়াদের মাধ্যমে ইসলাম এসেছে, তাদের শেখানো ইসলামই আমরা যুুগ যুগ ধরে পালন করে আসছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (দ.) কালেমার মাধ্যমে তারাই আমাদের পূর্বপুরুষদের ইসলামের দাওয়াত দিয়েছেন। সেই দাওয়াত গ্রহণ করেই ইসলামের অমৃত সুধা পান করেন তারা। আর এসব ওলিগণই তালিম দিয়েছেন লাইলাইতুন নিসফে মিন শাবান তথা ভাষার পরিবর্তন ও পরিমার্জনের কারণে যা এতদাঞ্চলে শবে বরাত নামে পরিচিত। এ রাতে আল্লাহ পাক মানুষকে ক্ষমা ও রিজিকসহ বিভিন্ন নেয়ামত দিয়ে অফুরন্ত রহমত বর্ষণ করেন।

গত সোমবার বাদে যোহর হতে চট্টগ্রাম নগরীর বায়েজিদের কাগতিয়া দরবারে অনুষ্ঠিত শবে বরাত মাহফিলে গুরুত্বপূর্ণ তকরির রাখছিলেন দরবারের পীর সৈয়দ মুনির উল্লাহ আহমাদী। মুনিরীয়া যুব তবলীগ কমিটি, বাংলাদেশ-এর উদ্যোগে শবে বরাত উপলক্ষে দিন-রাতব্যাপী কর্মসূচিতে ছিল বাদে জোহর- খতমে কোরআন ও শবে বরাত শীর্ষক আলোচনা, বাদে আছর- তরিক্বতের বিশেষ পদ্ধতিতে ফয়েজে কোরআন প্রদান, বাদ মাগরিব- মোরাকাবা, জিকির এবং বাদ এশা তকরির। মিলাদ ও কিয়াম শেষে প্রধান অতিথি দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহ্র ঐক্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি, অসহায় নির্যাতিত মুসলমানদের হেফাজত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছৈয়্যদ মুনির উল্লাহ্ আহমাদী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ