নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
প্রথম দিনেই দুই দলের একটি করে ইনিংস শেষ হয়ে গিয়েছিল। দ্বিতীয় ইনিংসে নেমেও বরিশাল বিভাগ ১ উইকেট হারিয়ে ফেলেছিল। দ্বিতীয় দিনে সেই ম্যাচ টিকল না এক সেশনও। প্রথম ইনিংসে ৮২ রান অলআউট হওয়া বরিশাল এবার গুটিয়ে গেল মাত্র ৬০ রানে।
বিকেএসপিতে দ্বিতীয় স্তরের ম্যাচে মাত্র ১৫১ রান করেও গতকাল ইনিংস ও ৯ উইকেটে জিতেছে রাজশাহী বিভাগ। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়েছেন সানজামুল ইসলাম। দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়েছেন তাইজুল ইসলামও। তবে ব্যাটিংয়ে ১০ নম্বরে নেমে ৩৭ রানের গুরুত্বপ‚র্ণ ইনিংস খেলায় ম্যাচ সেরা তিনিই।
আগের দিনের ১ উইকেটে ২১ রান নিয়ে নামে বরিশাল। সানজামুল হানতে থাকেন একের পর এক আঘাত। উইকেট নেওয়ার অভিযানে সানজামুলের সঙ্গে যোগ দেন তাইজুলও। তিনি মুড়ে দেন প্রতিপক্ষের লোয়ার অর্ডার। ২ উইকেটে ৫৩ থেকে আর ৭ রান তুলতেই ৮ উইকেট খোয়ায় বরিশাল। ৩৪ ওভারে মোটে ৬০ রানে অলআউট হয় তারা। তানভীর ইসলামকে বিদায় করে বরিশালের দুর্দশার ইতি টানা সানজামুলের বোলিং ফিগার দাঁড়ায় ১৩-৭-১৫-৬! তাইজুল পান ২৩ রানে ৪ উইকেট। বরিশালের হয়ে ৮১ বলে সর্বোচ্চ ২৮ রান করেন মইনুল ইসলাম।
সংক্ষিপ্ত স্কোর
বরিশাল প্রথম ইনিংস : ৮২।
রাজশাহী প্রথম ইনিংস : ১৫১
বরিশাল দ্বিতীয় ইনিংস : ৩৪ ওভারে ৬০ (মইনুল ২৮, কামরুল ১৪, ফজলে ৩, সালমান ৪, মইন ২, সোহাগ ০, শামসুল ১, সায়েম ০, তানভীর ০, মনির ০*; মোহর ০/১৪, সানজামুল ৬/১৫, তাইজুল ৪/২৩, হৃদয় ০/৪, মুক্তার ০/১)।
ফল : ইনিংস ও ৯ উইকেটে জয়ী রাজশাহী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।