মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কিছু দেশের আশ্রয়প্রার্থীদের আবেদনে সহযোগিতার অভাব থাকায় তাদের আবেদন প্রত্যাখান করেছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। পাশাপাশি, সহযোগিতায় উন্নতি না হলে কোন কোন দেশের ক্ষেত্রে শেনজেন ভিসা নীতি পরিবর্তনের হুমকি দিয়েছে তারা।
আশ্রয়প্রার্থীদের আবেদন প্রত্যাখ্যান হওয়ার পর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কিছু দেশ তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে সহযোগিতা করছে না বলে অভিযোগ করেছেন ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা। এমন পরিস্থিতিতে এই দেশগুলোর জন্য শেনজেন ভিসা বাতিলের হুমকিও দিয়েছেন তারা। ইউরোপীয় কমিশন এজন্য একটি খসড়া প্রতিবেদন তৈরি করেছে। জার্মান সংবাদমাধ্যম ডি ভেল্ট এমন তথ্য জানিয়েছে। প্রতিবেদনে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের ১৩টি দেশের কথা উল্লেখ রয়েছে। দেশগুলোর বিরুদ্ধে অভিযোগ, তারা আন্তর্জাতিক আইন মানতে আগ্রহী নয়। এমনকি নাগরিকদের ফিরিয়ে নিতেও পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছে না। কোন কোন দেশের নাম তালিকায় রয়েছে তা নিশ্চিত করা সম্ভব নয় বলে বার্তা সংস্থা ডিপিএকে জানিয়েছেন ইউরোপীয় কমিশনের একজন মুখপাত্র।
তবে ডি ভেল্ট জানিয়েছে, ইইউ কর্মকর্তারা ইরাক, ইরান, লিবিয়া, সেনেগাল, সোমালিয়া, মালি, গাম্বিয়া, ক্যামেরুন, কঙ্গো প্রজাতন্ত্র, মিশর, ইরিত্রিয়া, ইথিওপিয়া এবং গিনি-বিসাউয়ের সাথে এ বিষয়ে সংলাপ শুরু করতে চায়। ইইউ-এর স্বরাষ্ট্র বিষয়ক কমিশনার ইলভা ইয়োহানসন ফেব্রুয়ারিতে ৩৯ টি দেশের আশ্রয়-প্রার্থীদের প্রত্যাবর্তনের বিষয়ে একটি মূল্যায়ন তুলে ধরেছেন। সূত্র : ডয়চে ভেলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।