Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধর্ষকের সাথে বেঁধে কিশোরীকেও ঘোরাল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২১, ১২:০২ এএম

ষোলো বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হয় গত ২৮ মার্চ। ঘটনা জানাজানি হলে চিহ্নিত হয় ধর্ষক। এরপর ধর্ষকের সঙ্গে কিশোরীকেও প্রবল মারধর করে গ্রামবাসী। পরে দুজনকে দড়ি দিয়ে বেঁধে ঘোরানো হয় গোটা গ্রাম। ঘটনা ভারতের মধ্যপ্রদেশে। ভিডিওতে দেখা যাচ্ছে, কাঁদতে কাঁদতেই মিছিলে হাঁটছে ওই কিশোরী। তাতে বিন্দুমাত্র সমবেদনা দেখাচ্ছে না গ্রামবাসী। বরং নানাভাবে দোষারোপ এবং ভ্রুকুটি করা হচ্ছে। আশপাশ থেকে শোনা যাচ্ছে ‘ভারত মাতা কি জয়’ সেøাগান। ন্যাক্কারজনক ওই ঘটনা দেখে ধিক্কার দিতে শুরু করেছেন নেটিজেনরা। বিষয়টি চোখে পড়েছিল আলিরাজপুর এলাকার পুলিশেরও। তারপরেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মিছিলের পথ আটকে মেয়েটিকে উদ্ধার করা হয়। এরপরেই নির্যাতনকারীসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। ওই কিশোরীর অভিযোগ, পাশের গ্রামের এক ব্যক্তি তার ওপর যৌন নির্যাতন চালায়। বিষয়টি প্রকাশ্যে এলে তার আত্মীয়রাই তাকে প্রথমে বেধড়ক মারধর করে। এরপর অভিযুক্তের সঙ্গে বেঁধে গোটা গ্রামে ঘোরানো হয় তাকে। ঘটনা নিয়ে প্রবল বিতর্ক শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। রাজ্যটির সাব-ডিভিশনাল পুলিশ অফিসার দিলীপ সিং বিলওয়াল জানিয়েছেন, ওই ঘটনায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, ‹২১ বছরের অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি নাবালিকাকে মারধর এবং অপমান করার কারণে তার পরিবারের বিরুদ্ধেও এফআইআর দায়ের হয়েছে›। ইন্ডিয়া টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ