Inqilab Logo

বৃহস্পতিবার, ২৩ মে ২০২৪, ০৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

যৌথ নৌ-মহড়ায় পাকিস্তান ও কাতার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২১, ১২:০২ এএম

পারস্য উপসাগরে এক যৌথ নৌ-মহড়ায় অংশ নিয়েছে পাকিস্তান ও কাতার। কাতারের হামাদ বন্দরকে কেন্দ্র করে এই নৌ-মহড়া অনুষ্ঠিত হয়েছে বলে সোমবার পাকিস্তানের নৌবাহিনী এক বিবৃতিতে জানায়। বিবৃতিতে বলা হয়, কাতার নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ হুয়ার, দামাশ ও কানের সাথে পাকিস্তান নৌবাহিনী যুদ্ধজাহাজ আলমগীর ও আজমত এই যৌথ নৌ-মহড়ায় অংশ নেয়। কাতারের বিমান বাহিনীর একটি বিমানও এ দ্বিপাক্ষিক যৌথ মহড়ায় অংশ নেয়। এই বিবৃতিতে বলা হয়, দু’দেশের নৌ-বাহিনীর মধ্যেকার দ্বি-পাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করার সাথে সাথে পারস্পারিক নৌ-সহযোগিতা ও তথ্য বিনিময় বাড়ানোর লক্ষ্য নিয়ে যৌথ এই নৌ-মহড়ার আয়োজন করা হয়। এতে আরো বলা হয়, ‘ পাকিস্তান ও কাতার গভীর বন্ধুত্বপ‚র্ণ এক আন্তরিক সম্পর্কে আবদ্ধ।’ দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে এই মহড়া আরো ঘনিষ্ঠ করবে বলে বিবৃতিতে আশাবাদ ব্যক্ত করা হয়। ইয়েনি শাফাক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ