Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২১, ১২:০২ এএম

বিচার শুরু
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রে গত বছর কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে হত্যার অভিযোগে মিনিয়াপোলিস শহরে এক শ্বেতাঙ্গ পুলিশ অফিসারের বিচার শুরু হয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। জানা যায়, পুলিশের কর্মকর্তা ডেরেক চাওভিন হাঁটু দিয়ে জর্জ ফ্লয়েডের ঘাড় চেপে ৯ মিনিট ধরে বসে আছেন। গত বছর একটি ভিডিও যুক্তরাষ্ট্রসহ সারাবিশ্বে ক্ষোভের সৃষ্টি করেছিলো। এ ঘটনায় ৪ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিলো, ৪৫ বছর বয়স্ক ডেরেক চাওভিন তাদের মধ্যে প্রধান আসামি। বিবিসি।


আলাস্কায় নিহত ৫
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের আলাস্কায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চেক রিপাবলিকের সবচেয়ে ধনী ব্যক্তিসহ পাঁচ জন নিহত হয়েছেন। তাদের বহনকারী হেলিকপ্টারটি রাজ্যটির কিনিক হিমবাহের কাছে বিধ্বস্ত হয় বলে রয়টার্স জানিয়েছে। নিহত পেতার কেলনার (৫৬) চেক রিপাবলিকের সবচেয়ে ধনী ব্যক্তি এবং বিনিয়োগ গোষ্ঠী পিপিএফের প্রতিষ্ঠাতা। তার সঙ্গে চেক রিপাবলিক থেকে আসা আরেক অতিথি, তারা যেখানে উঠেছিলেন সেই টডরিলো মাউন্টেন লজের দুই জন গাইড ও হেলিকপ্টারটির পাইলট নিহত হয়েছেন বলে জানিয়েছে। এ ঘটনায় প্রাণে রক্ষা পাওয়া আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। নিউ ইয়র্ক টাইমস, রয়টার্স।


প্রত্যাহার হলেই বন্ধ
ইনকিলাব ডেস্ক : নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেই ইরান ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে বলে জানিয়েছে দেশটির এক শীর্ষ পর্যায়ের কর্মকর্তা। সোমবার সন্ধ্যায় ইরানের এ সরকারি কর্মকর্তা দেশটির গণমাধ্যমকে বলেন, পরমাণু সমঝোতার ৩৬তম অনুচ্ছেদ অনুসারে ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলছে এবং এই কর্মসূচি শুধুমাত্র বন্ধ হতে পারে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পর। তিনি জোর দিয়ে বলেন, ইরানের ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আগ পর্যন্ত ইরান তার বর্তমান পারমাণবিক কর্মকান্ড বন্ধ করবে না। প্রেস টিভি।


ব্রাজিলে রদবদল
ইনকিলাব ডেস্ক : ব্রাজিলে মন্ত্রিসভায় রদবদল করেছেন দেশটির প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। ছয়জন মন্ত্রীকে তার পদ থেকে সরিয়ে অন্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। দু’বছর আগে দেশটির প্রেসিডেন্ট হিসেবে বোলসোনারোর ক্ষমতা গ্রহণের পর দেশটিতে এটাই সবচেয়ে বড় রদবদলের ঘটনা। দেশটির পররাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুই মন্ত্রীকেও বদল করা হয়েছে। গত কয়েক সপ্তাহে ব্রাজিলের করোনা পরিস্থিতি আবারও খারাপ হতে শুরু করেছে। এর মধ্যেই মন্ত্রিসভায় রদবদলের ঘটনা ঘটল। করোনা মহামারি শুরুর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় বোলসোনারো নিয়ে বেশ সমালোচনা হয়েছে। বিবিসি।


বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন
ইনকিলাব ডেস্ক : এবার মিয়ানমারের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করল মার্কিন যুক্তরাষ্ট্র। সোমবার এক বিবৃতি প্রকাশ করে এই ঘোষণা করেন মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য সংক্রান্ত প্রতিনিধি কেথরিন টাই। খুব দ্রুত এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলেও ঘোষণা করেছেন তিনি। টুইট করে টাই বলেন মায়ানমারের হিংসার কড়া নিন্দা করছি। যতদিন না মিয়ানমারের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হচ্ছে, ততদিন এই নির্দেশিকা বলবত থাকবে বলে জানানো হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে। সাধারণ নাগরিকদের ওপর যেভাবে সেখানে অত্যাচার চলছে, তা অকল্পনীয়। শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখানো প্রতিবাদকারী, ছাত্র, কর্মী, শ্রমিকদের ওপর অত্যাচার চলছে। ইয়াহু ফিন্যান্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ