বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহের নান্দাইলে বিষ পানে লিমা আক্তার (১৬) এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। সোমবার রাতে ওই ঘটনাটি ঘটে।
জানা যায়, উপজেলা মোয়াজ্জেমপুর গ্রামের শরাফত আলীসহ তার পরিবারের লোকজন পবিত্র শবেবরাতের নামায পড়তে ছিল। এসময় শরাফতের মেয়ে স্কুলছাত্রী লিমা আক্তার হঠাৎ করে নিজ ঘরে থাকা কীটনাশক (বিষ)পান করে। পরে বিষয়টি পরিবারের লোকজন টের পেয়ে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তার মৃত্যু হয়।
নিহত লিমা আক্তার উপজেলা মোয়াজ্জেমপুর গ্রামের শরাফত আলী ফকিরের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের এবছর এসএসসি পরীক্ষার্থী ছিল। তবে কি কারণে লিমা বিষ পানে আত্মহত্যা করেছে তা পরিবারের লোকজন এখনও বলতে পারছে না।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান আকন্দ জানান, এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।